১২টি রাশির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বৃষ। এই রাশির অধিপতি হল শুক্র। দিক পঞ্চাঙ্গ অনুযায়ী, আগামী বছরটা এই রাশির জাতকদের জন্য বিশেষ সুবিধার কাটবে না। ২০২৬ সালে বৃষ রাশির উপর শুক্রর বক্র দৃষ্টি তো থাকবেই, সঙ্গে জোট বাঁধবে কেতু এবং রাহুর ক্রুর দৃষ্টি। ফলে তিনের অশুভ প্রভাবে জীবনে বিপদের ঢেউ উঠবে। ছবি- সংগৃহীত
2
6
আগামী বছরের ৫ ডিসেম্বর পর্যন্ত কোনও ঝুঁকিপূর্ণ কাজ করা উচিত নয় বৃষ রাশির জাতকদের। বিশেষ করে আইনি কাজ এড়িয়ে যাওয়াই ভাল। একান্ত পক্ষে যদি আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতেই হয়, তবে ভাল করে কাগজ দেখে তবেই সইসাবুদ করা উচিত। নইলে ঠকতে পারেন। ছবি- সংগৃহীত
3
6
২০২৬ সালের অক্টোবর মাসটা টালমাটাল কাটবে। আয় কমবে হুহু করে। আর্থিক অবস্থা মোটেই ভাল যাবে না। ৩১ অক্টোবরের পর চাকরি বদলের সিদ্ধান্ত না নেওয়াই ভাল। নইলে দীর্ঘ সময় চাকরি না পাওয়ার আশঙ্কা রয়েছে। ছবি- সংগৃহীত
4
6
যাঁরা চাকরি করেন তাঁরা অফিসে বুঝেশুনে কথা বলবেন। সামলে চলার চেষ্টা করুন। বিশেষ করে অফিস পলিটিক্স এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। অতিরিক্ত অফিস পলিটিক্সে জড়িয়ে গেলে উচ্চপদস্থ কারও কুনজরে পড়তে পারেন। ছবি- সংগৃহীত
5
6
বড়সড় কোনও বিনিয়োগ করবেন না আগামী বছর। মিউচুয়াল ফান্ড, ইত্যাদিতে বিনিয়োগ করলে সাবধানে। সম্পত্তি বা গাড়ি কেনাবেচার ক্ষেত্রে সচেতন থাকুন। ছবি- সংগৃহীত
6
6
ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও সচেতন থাকুন। অকারণ তর্ক, ঝামেলা এড়িয়ে চলুন। বিয়ের কথা চললে সব দিক বিবেচনা করে এগোন। ছবি- সংগৃহীত