আজকাল ওয়েবডেস্ক: প্যালেস্টাইনের গাজা উপত্যকায় ইজরায়েলের হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইজরায়েল সংশ্লিষ্ট সব জাহাজকে লক্ষ্যবস্তু করছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি।
এর জেরে ইরান-সমর্থিত এই গোষ্ঠীর বিভিন্ন অবস্থানে দফায় দফায় হামলা চালাচ্ছে আমেরিকা ও ব্রিটেন। এতে গাজার বাইরেও নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
তবে হুথিদের সঙ্গে ব্রিটেন সংঘাত চায় না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
তিনি এমপিদের বলেছেন, “আমরা সংঘাত চাই না। কিন্তু হুথি গোষ্ঠী যদি লোহিত সাগরে তাদের হামলা অব্যাহত রাখে, সেক্ষেত্রে তাদের লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না ব্রিটেন।”
সুনাক বলেছেন, ব্রিটেন ইরান-সমর্থিত গোষ্ঠীর সাথে সংঘর্ষ চায় না, তবে আত্মরক্ষায় কাজ চালিয়ে যাবে।
এর জেরে ইরান-সমর্থিত এই গোষ্ঠীর বিভিন্ন অবস্থানে দফায় দফায় হামলা চালাচ্ছে আমেরিকা ও ব্রিটেন। এতে গাজার বাইরেও নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
তবে হুথিদের সঙ্গে ব্রিটেন সংঘাত চায় না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
তিনি এমপিদের বলেছেন, “আমরা সংঘাত চাই না। কিন্তু হুথি গোষ্ঠী যদি লোহিত সাগরে তাদের হামলা অব্যাহত রাখে, সেক্ষেত্রে তাদের লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না ব্রিটেন।”
সুনাক বলেছেন, ব্রিটেন ইরান-সমর্থিত গোষ্ঠীর সাথে সংঘর্ষ চায় না, তবে আত্মরক্ষায় কাজ চালিয়ে যাবে।
