আজকাল ওয়েবডেস্ক: জোড়া বিস্ফোরণে বিধ্বস্ত ইরান। ঘটনার তীব্র নিন্দা করেছেন ইরান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছিলেন ইরানের শীর্ষ কমান্ডার কাসেম সোলেইমানি। বুধবার তাঁর মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে উপস্থিত হয়েছিলেন বহু মানুষ। সেখানেই পরপর ঘটে দুটি বিস্ফোরণ। প্রথম বিস্ফোরণ ঘটে সমাধিস্থল থেকে ৭০০ মিটার দূরে এবং দ্বিতীয়টি ঘটে ১ কিলোমিটার দূরে। বিস্ফোরণে মৃত্যু হয়েছে শতাধিক মানুষের, ২০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। জোড়া বিস্ফোরণের ঘটনায় দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করেছেন ইরান প্রেসিডেন্ট। ইরানের প্রধান নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পর সোলাইমানিকে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে দেখা হত সোলেইমানিকে। রেভল্যুশনারি গার্ডের বিদেশি অপারেশন শাখা কুদস বাহিনীর কমান্ডার হিসেবে তিনি সমগ্র অঞ্চলজুড়ে ইরানি নীতির একজন কারিগর ছিলেন।
