আজকাল ওয়েবডেস্ক: আগামী বছরেই ভারতে আসতে চলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? প্রশ্ন করা হয়েছিল। উত্তরে চিরাচরিত হেয়ালি বজায় রেখেছেন। তাতে যদিও বড় অংশ মনে করছে, আগামি বছরে ট্রাম্পের ভারত-সফরের সম্ভাবনা রয়েছে।

 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সময়ে ভারতকে বন্ধু বলতেন। আবার এক সময়ে ভূ-রাজনীতির মারপ্যাঁচ কষে, ভারতের উপরেই চড়া শুল্ক আরোপ করেছেন। যদিও তারপর থেকে আবার মাঝেই মাঝেই ট্রাম্পের মুখে ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে দু' চারটে ভাল কথাও শোনা যাচ্ছে। এর আগেও মোদির প্রশস্তি করেছিলেন। ফের শোনা গেল সেকথা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যেমন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সুসম্পর্কের কথা জানিয়েছেন। তেমনই জানিয়েছেন ভারতে আসার বিষয়টিও।

হোয়াইট হাউসে, ট্রাম্প বৃহস্পতিবার জানান, 'তিনি (প্রধানমন্ত্রী মোদি) মূলত রাশিয়া থেকে কেনাকাটা বন্ধ করে দিয়েছেন, এবং তিনি আমার একজন বন্ধু, আমরা কথা বলি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একজন মহান মানুষ। তিনি আমার একজন বন্ধু, এবং তিনি চান আমি সেখানে যাই।' তারপরেই ট্রাম্প বলেন, তিনি বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করবেন। তিনি ভারতে আসার ইঙ্গিত দিয়েছেন নিজেই।   ইঙ্গিত পেয়েই সাংবাদিকরা প্রশ্ন করেন, ট্রাম্প কি আগামী বছরেই ভারত আসছেন? তাতেও সদর্থক ইঙ্গিত  মিলেছে মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে। 

 

এর আগে, অক্টোবরের শেষে ট্রাম্প বলেছিলেন, ‘‌ভারতের প্রধানমন্ত্রী নাকি সবচেয়ে সুদর্শন লোক।’‌ এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় দেশগুলির অর্থনৈতিক বোঝাপড়া সংক্রান্ত গোষ্ঠী এপিইসি–র বৈঠকে যোগ দিতে দক্ষিণ কোরিয়ায় গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সে দেশের গিয়োনজু শহরে এপিইসি–র সিইও পর্যায়ের বৈঠকে ট্রাম্প জানিয়েছিলেন, ‘‌শীঘ্রই ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি করব। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি অনেক শ্রদ্ধা রয়েছে। আমাদের মধ্যে দারুণ সম্পর্ক রয়েছে।’‌ যদিও প্রশংসায় ভরিয়ে দিলেও মোদিকে হালকা খোঁচা দিতেও ছাড়েননি ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের কথায়, ভারতের প্রধানমন্ত্রী দর কষাকষিতে একেবারে সিদ্ধহস্ত। তা সত্ত্বেও তাঁরা লড়ে যাবেন বলে জানান ট্রাম্প। ট্রাম্পের কথায় মনে করা হচ্ছে, ভারত–মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে দু’পক্ষের সমঝোতার দিকেই ইঙ্গিত করতে চেয়েছেন ট্রাম্প।

 

তারপরেই ফের মোদি প্রশস্তি শোনা গেল ট্রাম্পের মুখে, নভেম্বরের শুরুতেই। সঙ্গেই ভারত সফরের ইঙ্গিতও মিলল। আমেরিকা জুড়ে একটি জনপ্রিয় ওষুধের দাম কমানোর একটি উদ্যোগ নিয়ে হোয়াইট হাউসে বক্তব্য রাখছিলেন তিনি। তার মাঝেই এই প্রসঙ্গে উঠে আসে। 

 

এর আগে, সপ্তাহের শুরুর দিকেই, মঙ্গলবারের ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য ট্রাম্পের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি লিভিট বলেছিলেন, 'প্রেসিডেন্ট ইতিবাচকভাবেই ভারত-মার্কিন সম্পর্ক নিয়ে ভাবেন। কয়েক সপ্তাহ আগে, হোয়াইট হাউসে অনেক উচ্চপদস্থ ভারতীয়-আমেরিকান কর্মকর্তাদের সঙ্গে ওভাল অফিসে দীপাবলি উদযাপন করার সময় তিনি প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলেছিলেন।" এই প্রসঙ্গে উল্লেখ্য, ট্রাম্পের 'ভারত রাশিয়া থেকে তেল কেনা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে' মন্তব্যের পর থেকেই একের পর এক সুসম্পর্কের কথা, প্রশস্তি সামনে আসছে।