আজকাল ওয়েবডেস্ক: প্রয়াগরাজের সঙ্গমে যেমন গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী মিলিত হয়ে একাকার হয়ে যায়, পৃথিবীর কিছু জায়গায় আছে একেবারেই ভিন্ন দৃশ্য। সেখানে দেখা যায় দুই প্রবল জলরাশি পাশাপাশি এসে দাঁড়ায়, অথচ একে অপরের সঙ্গে সহজে মিশে না।


মার্কিন যুক্তরাষ্ট্রের গালফ অব আলাস্কার কাছাকাছি এক বিস্ময়কর প্রাকৃতিক ঘটনা। প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর একে অপরের সঙ্গে মিলিত হলেও একেবারে আলাদা রেখার মতো ভিন্ন ভিন্নভাবে দেখা যায়। একপাশের জল গভীর নীল, অন্যপাশের জল হালকা বা কাদামাটির মতো ঘোলা। যেন প্রকৃতি নিজ হাতে দুটি সাম্রাজ্যের মধ্যে সীমানা এঁকে দিয়েছে।


ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, একটি নল দিয়ে সেই মিলনস্থল থেকে জল টানা হচ্ছে। নলের ভেতরে একদিকে কাদামাটি মিশ্রিত জল, অন্যদিকে স্বচ্ছ নীল জল— দুটোই আলাদা আলাদা প্রবাহিত হচ্ছে, যেন একে অপরকে ছোঁয়াও দিচ্ছে না।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Mind Core Science (@mindcorescience)