আজকাল ওয়েবডেস্ক: এক চমকপ্রদ ভিডিওতে পুরুষাঙ্গের অভ্যন্তরীণ গঠন দেখিয়ে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছেন ইংল্যান্ডের সান্ডারল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সার্জন ও লেকচারার ডঃ করণ রাজন। টিকটকে প্রকাশিত ভিডিওতে তিনি ‘সালামি স্লাইস’ বা পাতলা কাটা অংশের মাইক্রোস্কোপিক ছবি দেখান এবং ব্যাখ্যা করেন কিভাবে 'সজগ সসেজ' এক লহমায় ‘এক্সক্যালিবারে’ রূপ নেয়।

ভিডিওতে পুরুষাঙ্গের তিনটি প্রধান অংশ—দুইটি কর্পোরা ক্যাভারনোসা এবং একটি কর্পাস স্পঞ্জিওসাম—নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন তিনি। রক্তে ভরে এই অংশগুলো স্পঞ্জের মতো প্রসারিত হয়ে তৈরি করে উত্থান। তিনি জানান, এই ক্ষুদ্র রক্তনালীগুলি বয়সের সাথে সংকুচিত হলে, তা হতে পারে হৃদরোগের পূর্বাভাস।

ডঃ রাজনের রসিকতাপূর্ণ শব্দচয়ন—যেমন 'সচনোজওয়্যাঙ্গলার', 'মিটস্টিক' ও 'সজি সসেজ'—নেটিজেনদের মধ্যে হাস্যরসের ঝড় তোলে। একজন মন্তব্য করেন, “হাসপাতালে যদি এরকম ভাষা ব্যবহার হতো, ভয়ই পেতাম না!” এই ভিডিও এখন নেটদুনিয়ায় ভাইরাল।