আজকাল ওয়েবডেস্ক: প্রেম আর মৃত্যু একসঙ্গে চলে প্রকৃতির কিছু বিস্ময়কর প্রাণীতে। প্রাণিজগতের কিছু প্রজাতিতে মিলনের পর, বা কখনও মিলনের মাঝেই, স্ত্রীসঙ্গী খেয়ে ফেলে পুরুষসঙ্গীকে—এ এক ভয়ংকর কিন্তু বাস্তব আচরণ, যাকে বলা হয় সেক্সুয়াল ক্যানিবালিজম। বিশেষজ্ঞদের মতে, এই আচরণের পেছনে থাকে বিবর্তনগত সুবিধা—পুষ্টি সরবরাহ, গর্ভধারণে সহায়তা কিংবা প্রজননের সফলতা নিশ্চিত করা।

এমনই কিছু প্রাণী যারা এই 'মারণ-প্রেম' চর্চা করে:

প্রে ম্যানটিস: স্ত্রী ম্যানটিসরা পুরুষদের মিলনের সময় বা পরে খেয়ে ফেলতে পারে। এতে তাদের ডিম পাড়ার ক্ষমতা বাড়ে।

রেডব্যাক স্পাইডার: পুরুষ মাকড়সা নিজে থেকেই স্ত্রীটির মুখের দিকে ঝাঁপ দেয়, যেন মিলন দীর্ঘস্থায়ী হয় ও প্রজননের সম্ভাবনা বাড়ে।

ব্ল্যাক উইডো: নামের জন্য কুখ্যাত হলেও, সব ব্ল্যাক উইডো মাকড়সার মধ্যে এটি নিয়মিত নয়। কিছু প্রজাতিতে এটি বিরল।

নীল-রেখাযুক্ত অক্টোপাস: পুরুষ অক্টোপাস স্ত্রীকে সাময়িকভাবে পক্ষাঘাতগ্রস্ত করে, নিজের প্রাণ বাঁচাতে।

নার্সারি ওয়েব স্পাইডার: পুরুষ মাকড়সা স্ত্রীকে সিল্ক দিয়ে বেঁধে রাখে, যেন সে নিরাপদে মিলন করতে পারে।

ক্র্যাব স্পাইডার: প্রজনন মৌসুমের শেষ দিকে পুরুষরা বেশি ঝুঁকিতে থাকে, কারণ তখন স্ত্রীদের আগ্রাসী মনোভাব বাড়ে।

সবুজ সোনালি বেল ব্যাঙ: সাম্প্রতিক ভিডিও প্রমাণ দিয়েছে, স্ত্রী ব্যাঙ কখনও পুরুষ সঙ্গীকে খেতে চায়। যদিও এটি এখনও বিরল আচরণ।

সবুজ অ্যানাকোন্ডা: স্ত্রী অ্যানাকোন্ডা মিলনের পর পুরুষকে খেয়ে ফেলে, গর্ভধারণের জন্য পুষ্টি পেতে।


এই ঘটনাগুলো শুনতে রোমাঞ্চকর হলেও, এগুলো প্রকৃতির এক জটিল ও নিষ্ঠুর বাস্তবতা, যেখানে বেঁচে থাকা আর প্রজননের মধ্যে ব্যবধান ক্ষীণ।