আজকাল ওয়েবডেস্ক: বস্টনে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে ভারতের নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেন, "নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে কমপ্রোমাইজড। ব্যবস্থার মধ্যে গুরুতর ত্রুটি রয়েছে।"

২০২৪ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের উদাহরণ তুলে ধরে রাহুলের অভিযোগ, সন্ধে ৫:৩০ থেকে ৭:৩০-র মধ্যে হঠাৎ করেই ৬৫ লক্ষ ভোট বেড়ে যায়, যা "অসম্ভব"। তাঁর মতে, যদি প্রতি ভোটে ৩ মিনিট করে সময় লাগে, তবে বুথ খোলা রাখতে হতো রাত ২টো পর্যন্ত—কিন্তু তেমন কিছু হয়নি।

রাহুল আরও বলেন, ভিডিও ফুটেজ চাওয়ায় কমিশন শুধু তা প্রত্যাখ্যানই করেনি, বরং নিয়মই বদলে দিয়েছে যাতে এ ধরনের দাবি তোলা না যায়।

এই মন্তব্য ঘিরে রাহুলকে তুলোধোনা করেছে বিজেপি। দলের নেতা জয়বীর শেরগিল বলেন, "রাহুল গান্ধী ভোগেন ‘এনটাইটেল্ড চাইল্ড সিনড্রোম’-এ। দেশের গণতন্ত্রকে বিদেশে অপমান করাই তাঁর নেশা।" অন্য নেতারা তাঁকে আখ্যা দিয়েছেন 'অ্যান্টি-ডেমোক্রেসি' এবং 'অ্যান্টি-ইন্ডিয়া'।