আজকাল ওয়েবডেস্ক: চারিদিকে এখন একটাই ছবি ভাইরাল। ইলন মাস্কের সন্তানদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হাত মেলাচ্ছেন। পাশেই দাঁড়িয়ে রয়েছেন সামাজিক মাধ্যমের সম্রাট ইলন মাস্ক। সম্প্রতি এক্স হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে পুরনো এই ছবিটি। সেখানে দেখা যাচ্ছে মাস্কের দুই সন্তান ডেমিয়েন এবং কাইকোটের সঙ্গে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাসিমুখে পাশেই রয়েছেন ইলন মাস্ক।

মাস্কের এই দুই সন্তান তাঁর প্রথম স্ত্রী জাস্টিন মাস্কের। তিনি কানাডার একজন সাহিত্যিক। এছাড়াও প্রথম স্ত্রী থেকে তিনি পেয়েছেন আরও দুই যমজ সন্তান। তাঁদের নাম ভিভিয়ান এবং গ্রিফিন। আসলে মাস্কের ১১ টি সন্তান রয়েছে। তাঁদের মধ্যে ৫ সন্তান তাঁর প্রথম স্ত্রীর, তিনটি সন্তান দ্বিতীয় স্ত্রীর এবং তিনটি সন্তান তৃতীয় স্ত্রীর।

আসলে মাস্ক বরাবরই বৃহৎ পরিবার পছন্দ করেন। তাঁদের সকলের সঙ্গে সময় কাটাতেও তিনি ভালবাসেন। সকল সন্তানের কাছেই তিনি একজন আদর্শ পিতা। আসলে ফেসবুক এবং মেটার মালিক যেভাবে নিজের পরিবারকে বাড়িয়েছেন সেভাবে তিনি নিজের প্রতিষ্ঠানকেও বাড়িয়েছেন। তাই ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ আজ বিশ্বের সর্বত্র এতটা জনপ্রিয়।