শিবরাত্রির দিন গোটা দিন উপবাস রেখে ভক্তরা চার প্রহরে শিবের পুজো করেন। রাত জেগে চলে পুজো। গঙ্গা জল, দুধ, ইত্যাদি দিয়ে স্নান করানো হয় দেবাদিদেব মহাদেবকে। মনে করা হয় এই তিথিতে ভক্তিভরে, উপোস রেখে মহাদেবের পুজো করলে তাঁর বিশেষ কৃপা পাওয়া যায়। কিন্তু এই তিথিতে ভুলেও করবেন না এই কাজ, তাহলেই সেটার মাশুল গুনতে হবে গোটা বছর। নেতিবাচক প্রভাব পড়বে জীবনে, একের পর এক বাধা আসবে। ছবি- সংগৃহীত
2
7
২০২৬ সালে মহাশিবরাত্রির তিথি পড়েছে ১৫ ফেব্রুয়ারি। এই দিন রাত ১১.৫২ মিনিট থেকে ১৬ ফেব্রুয়ারি ১২.৪২ মিনিট পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে কীভাবে নিয়ম মেনে শিবের পুজো করবেন আর কী করবেন না জেনে নিন। ছবি- সংগৃহীত
3
7
মহাশিবরাত্রির দিন শিবপুজোর জন্য সঠিক বাসনের ব্যবহার করুন। কাঁসা বা স্টিলের বাসনে কখনই পুজো করবেন না। বরং ব্যবহার করুন তামা, সোনা বা রুপোর বাসন। ছবি- সংগৃহীত
4
7
কালো রঙের পোশাক এদিন ভুলেও পরবেন না। কালো পোশাক পরলে, বা সেটা পরে দেবাদিদেবের পুজো করলে তিনি রুষ্ট হন। হলুদ বা হালকা রঙের কোনও পোশাক পরুন। ছবি- সংগৃহীত
5
7
শিবরাত্রির দিন উপোস রাখা সবথেকে ভাল। একান্ত যদি না পারেন তাহলে এদিন ভুলেও আমিষ খাবেন না। মনকে শুদ্ধ রাখবেন, কোনও নেতিবাচক ভাবনাকে মনে জায়গা দেবেন না। ব্রত রাখলে ফল খান। সবজি বা ভাত নয়। ছবি- সংগৃহীত
6
7
মহাশিবরাত্রির তিথিতে দেবাদিদেবকে তুলসী দিয়ে ভুলেও পুজো করবেন না। এমনকী তিলও নয়। অর্ধেক, ভাঙা চাল দেবেন না। গোটা চাল দেখে তবেই সেটা অর্পণ করুন। ডাবের জল দিয়ে পুজো করবেন না এদিন শিবের। ছবি- সংগৃহীত
7
7
শিবলিঙ্গে জল ঢালার সময় আপনার মুখ দক্ষিণ দিক এবং শিবলিঙ্গের মুখ উত্তর দিকে রাখা আবশ্যক। এটা করলে শিব পুজো গ্রহণ করেন এবং তুষ্ট হন। দাঁড়িয়ে শিবের মাথায় জল ঢাললে, তারপর তাকে প্রদক্ষিণ করুন। শিবলিঙ্গ কখনও মাটিতে রাখবেন না। সোনা, রূপো, পাথর বা তামার বাটিতে রাখুন। ছবি- সংগৃহীত