আজকাল ওয়েবডেস্ক: পারিবারিক পিট বুল কুকুরের আক্রমণে প্রাণ হারাল মাত্র সাত মাসের এক শিশু, এলিজা টার্নার। ঘটনাটি ঘটেছে কলম্বাস শহরের সাউথ চ্যাম্পিয়ন অ্যাভিনিউ এলাকায়।

শিশুটির মা ম্যাকেনজি কপলি সামাজিক মাধ্যমে শোকপ্রকাশ করে লেখেন, “আমি কখনই বুঝতে পারব না কেন!!!” তিনি তাঁর মেয়ের কুকুরদের সঙ্গে কাটানো মুহূর্তের ছবিও শেয়ার করেন। “আমি ভেঙে পড়েছি, পথ হারিয়েছি। এই একই কুকুর প্রতিদিন আমার সন্তানের পাশে থাকত,” জানান তিনি।

এলিজার বাবা ক্যামেরন টার্নারও ফেসবুকে লেখেন, “জীবন একেবারেই অন্যায্য। আমি কীভাবে ওকে ছাড়া বাঁচব?”

কলম্বাস পুলিশ জানিয়েছে, ঘটনাটি আকস্মিক এবং অত্যন্ত বেদনাদায়ক। ফ্র্যাঙ্কলিন কাউন্টি অ্যানিমেল কন্ট্রোল কর্তৃপক্ষ পরিবারের তিনটি কুকুরই হেফাজতে নিয়েছে, এবং তদন্ত শেষে তাদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।