আজকাল ওয়েবডেস্ক: নিজের সেলুন খোলার স্বপ্ন দেখেছিলেন এক যুবক। সাফল্যের স্বপ্ন দেখে তা পূরণ করতেই নিজের দেশ ছেড়ে সুদূর কানাডায় পাড়ি দিয়েছিলেন ওই যুবক। কানাডায় সেলুন খোলাই তাঁর একমাত্র লক্ষ্য হয়ে উঠেছিল। সেখানে পড়াশোনার পাশাপাশি তিনি অবসর সময় খবার ডেলিভারির কাজও করতেন। নিজের জীবন গড়ে তুলতে দিনরাত মেহনত করছিলেন ওই যুবক। এরপরেই তাঁর সততা এবং পরিশ্রম নজরে আসে এক উদ্যোগপতির। তাতেই ঘুরে যায় তাঁর ভাগ্যের চাকা।
দিনরাত ঝড়-বৃষ্টি উপেক্ষা করে কাজ করতেন ওই যুবক। সেরকমই একদিন পেশার দায়িত্ব পালন করতে ওই যুবক আরও এক পাকিস্তানি যুবকের বাড়িতে খাবার ডেলিভারি দিতে পৌঁছে গিয়েছিলেন। তবে সেদিন তিনি ভুলবশত অন্য খাবার ডেলিভারি দিয়ে দিলেছিলেন। তা জানার পরে দায়িত্ব না এড়িয়ে গিয়ে, সমস্যার সমাধান করার চেষ্টা করেন ডেলিভারি দিতে আসা ওই যুবক। যুবকের এই আচরণ মনে ধরে পাকিস্তানি যুবকের। তিনি গোটা ঘটনাটি ভিডিও করে সমাজমাধ্যমে পোস্ট করেন। তাতেই ভিউ হয়ে যায় মিলিয়ন-মিলিয়ন। এরপরেই এই ভিডিওটি নজরে আসে এক উদ্যোগপতির। তাতেই যেন ওই যুবকের ভাগ্য বদলে যায়। উদ্যোগপতি যুবক যাতে ক্ষৌরকর্মের প্রশিক্ষণ নিতে পারেন, তার ব্যবস্থা করেন। ওই যুবকের নামে একটি পাবলিক ফান্ডও খোলা হয়েছিল।
এর পর যুবক ধন্যবাদ জানান ওই পাকিস্তানি যুবককে এবং বাড়িতে ডেকে তাঁর চুল কেটে দেন। গোটা ঘটনা পাকিস্তনি যুবক, যিনি একজন ইউটিউবারও দু'টি অংশে ভিডিও করে পোস্ট করেন। যুবকের এই ভিডিওটি নজরকাড়ে নেটিজেনদের। কমেন্টে ওই যুবকের মেহনতের গল্প শুনে নেটিজেনরা তাঁর ভূয়সী প্রশংসা করেছেন।
ছিলেন ডেলিভারি বয়, এক রাতেই খুল গেল কপাল! পাকিস্তানি বন্ধুর দৌলতে কী হল, শুনলে চমকে যাবেন
