আজকাল ওয়েবডেস্ক: একা হাতে মানুষ করেছেন ছেলেকে। প্রায় ১৮ বছর ধরে লালন-পালন করার দাম দিলেন সন্তান। নিজের হাতে মায়ের দ্বিতীয় বিয়ে দিলেন এক যুবক। পালন করলেন সমস্ত দায়িত্বও। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।

ভিডিয়োয় দেখা গিয়েছে, এক প্রৌঢ়ার বিয়ের অনুষ্ঠানের মুহূর্ত তুলে ধরেছেন তাঁর পুত্র। বাবার মৃত্যুর পর ১৮ বছর ছেলেকে একা হাতে বড় করেছেন তিনি। বাকি জীবন তাঁর মা যেন সঙ্গীহীন জীবন না-কাটান, তাই এই সিদ্ধান্ত। জানা গিয়েছে, ওই তরুণ পাকিস্তানের বাসিন্দা। নাম আব্দুল আহাদ। সমাজের সকল বাধা উড়িয়ে তাঁর মায়ের দ্বিতীয় বিয়ের ব্যবস্থা করেছেন। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Abdul Ahad | عبدالاحد (@muserft.ahad)