আজকাল ওয়েবডেস্ক: রাত তখন পৌনে ২টো পহেলগাঁও হামলার প্রত্যাঘাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটিতে চরম আঘাত হানল ভারতের প্রতিরক্ষা বাহিনী। ভারতীয় সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, 'অপারেশন সিঁদুর'-এ মোট ন'টি জায়গায় আঘাত হেনেছে ভারতীয় বাহিনী। বিবৃতিতে দাবি করা হয়েছে, কোনওভাবেই পাকিস্তানের সেনার কোনও কাঠামোয় আঘাত হানা হয়নি। ভারতের সেই হামলায় আট জনের প্রাণ গিয়েছে দাবি করল পাক সেনা। এর মধ্যে একটি তিন বছরের শিশুও রয়েছে বলে দাবি।

বুধবার পাক সেনার তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, "পাকিস্তানের মোট ছয়টি স্থানে ২৪টি আঘাত হানা হয়েছে। এই ২৪টি আঘাতে আটজন পাকিস্তানি শহীদ হয়েছেন এবং ৩৫ জন আহত হয়েছেন এবং দু'জন এখনও নিখোঁজ।" বিবৃতিতে আরও জানানো হয়েছে, পাঞ্জাব প্রদেশের একট মসজিদে হামলার ফলে একটি তিন বছরের শিশুকন্যারও মৃত্যু হয়েছে।

হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, "ভারতের এই পদক্ষেপের উপযুক্ত জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে এবং এর কঠোর জবাব দেওয়া হয়েছে।"

ভারতের হামলার জবাবে, পাকিস্তান পুঞ্চ-রাজৌরি অঞ্চলের ভিম্বর গলিতে নিয়ন্ত্রণ রেখা বরাবর কামান থেকে গোলাবর্ষণ শুরু করে। ভারতীয় সেনা জানিয়েছে, "সেনাবাহিনী যথাযথভাবে জবাব দিচ্ছে।" পাকিস্তানের গোলাবর্ষণের ফলে তিন ভারতীয় নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

পাকিস্তানও দাবি করেছে যে তারা ভারতের পাঁচটি বিমান গুলি করে নামিয়েছে। পাকিস্তানের সামরিক মুখপাত্র সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ভারতের বিমানে থাকা তিনটি রাফাল বিমান, একটি এসইউ-৩০ এবং একটি মিগ-২৯ বিমান গুলি করে নামিয়েছে। 

যদি শীর্ষ সরকারি সূত্র ইন্ডিয়া টুডে-কে জানিয়েছে, হামলার সময় ভারতের কোনও বিমান হাতছাড়া হয়নি।