আজকাল ওয়েবডেস্ক: আইফেল টাওয়ারের সমান গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে। নাসা জানিয়ে দিয়েছে এই গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে। এই গ্রহাণুর নাম দেওয়া হয়েছে ৩৮৭৭৪৬। এটি ৩৩৫ মিটার চওড়া। এর আকার প্রায় ১০০ তলার একটি বাড়ির সমান। ২৪ মে বিকেলেই এটি পৃথিবীর খুব ধার দিয়ে চলে যাবে।
এখনও পর্যন্ত যে খবর জানা গিয়েছে তাতে নাসার পক্ষ থেকে বলা হয়েছে এই গ্রহাণুর সঙ্গে পৃথিবীর ধাক্কা খাওয়ার খুব একটা সম্ভাবনা নেই। তবে এই গ্রহাণুর গতিবেগ অনেক বেশি। ঘন্টায় প্রায় ৩০ হাজার কিলোমিটার বেগে ধেয়ে আসছে এই গ্রহাণুটি।
যদি এই গ্রহাণুটি পৃথিবীতে আছড়ে পড়ে তাহলে পৃথিবীতে একটি বিরাট গর্ত তৈরি হয়ে যাবে। নাসার বিজ্ঞানীরা অতি সজাগ দৃষ্টি রেখেছেন এই গ্রহাণুর ওপরে। পৃথিবীর কক্ষপথ দিয়ে চলতি বছরে বেশ কয়েকটি গ্রহাণু এসেছে। এগুলি সবই পৃথিবীর ধার দিয়েই চলে গিয়েছে। এটি পৃথিবী এবং চাঁদের মাঝখান দিয়ে অতি দ্রুত চলে যাবে।
তবে সবথেকে চিন্তার বিষয় হল এই ধরণের গ্রহাণুর কক্ষপক্ষ বলে কিছু থাকে না। তাই তারা যেকোনও সময় যেকোনও দিকে নিজেদের সরিয়ে নিয়ে যেতে পারে। ফলে যদি এটি পৃথিবীর গায়ে আছড়ে পড়ে তাহলে সেটি হবে প্রায় এক হাজারটি পরমানু বোমার সমান।
নাসার বিজ্ঞানীরা মনে করছেন বিগত কয়েক বছরে পৃথিবীর দিকে ধেয়ে আসা গ্রহাণুর সংখ্যা বাড়ছে। এটি সৌরজগতের কোনও নতুন বিপদের সঙ্কেত কিনা সেটাই এখন সবথেকে বড় চিন্তা নাসার কাছে। যদি এই ধরণের গ্রহাণুর সংখ্যা বাড়তে থাকে তাহলে সেখানে পৃথিবী কতদিন নিজেকে বাঁচিয়ে রাখবে তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। এই গ্রহাণুদের নষ্ট করার ক্ষমতা পৃথিবীর হাতে নেই। সেদিক থেকে দেখতে হলে এই গ্রহাণুগুলি অনেকটাই ক্ষতি করতে পারে পৃথিবী সহ যেকোনও গ্রহের।
