আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়া এক মজাদার জায়গা। সেখানে হদিশ মেলে কত না জিনিসের। এবার হদিশ মিলল কঙ্কাল গিটারের। শুনে আঁতকে উঠলেও এটাই ঘটেছে বাস্তবে। এক যুবক তাঁর কাকাকে স্মরণীয় করে রাখতে কঙ্কাল দিয়ে বানিয়েছিলেন গিটারটা। ঘটনাটি ফ্লোরিডার। 

 

 

জানা গিয়েছে, ওই যুবকের নাম প্রিন্স। তাঁর কাকা চেয়েছিলেন তিনি রকস্টার হন। সবসময় উৎসাহ দিতেন প্রিন্সকে। কাকা নিজেও একজন সঙ্গীত প্রেমী মানুষ ছিলেন। ১৯৯৬ সালে তাঁর কাকা মাত্র ২৮ বছর বয়সে হঠাৎই বাইক দুর্ঘটনায় মারা যান। কাকা চেয়েছিলেন তাঁর দেহ চিকিৎসাবিদ্যার কাজে লাগানো হোক। সেইমত প্রথমে দেহদান করা হয়েছিল নিকটবর্তী মেডিক্যাল কলেজে। প্রায় দুই দশক ধরে গবেষণার জন্য সেখানেই রাখা হয়েছিল গিটারটি। পরবর্তীতে গ্রীসে শিক্ষার জন্য মানুষের হাড় ব্যবহার নিষিদ্ধ করে দেওয়া হয়। তখন কলেজ কর্তৃপক্ষ প্রিন্সের কাকার কঙ্কালটি ফিরিয়ে দেন পরিবারের কাছে। সে সময়ই কঙ্কালটি নিয়ে নতুন কিছু করার ভাবনা খেলে যায় প্রিন্সের মাথায়। এরপরই তিনি সিদ্ধান নেন সেটি দিয়ে একটি গিটার তৈরি করার। 

 

 

যেমন ভাবা তেমন কাজ। গিটারের বেস হিসেবে রাখলেন কাকার কঙ্কাল। এরপর যুক্ত করলেন ধাতব রড, নিতম্বের হাড়ের মধ্যে একটি তারের জ্যাক ঢোকালেন। তৈরি হল কাকার গিটার। প্রিন্স গিটারটির নাম দিলেন স্কেলকাস্টার। এরকম অদ্ভুতুড়ে কাণ্ড তাঁর পরিবারের লোকেরা কীভাবে মেনে নিয়েছিলেন? তিনি জানিয়েছেন, খুব স্বাভাবিকভাবেই এইরকম ঘটনা তাঁর পরিবার সমর্থন করেননি। কিন্তু তিনি এটা বানিয়ে খুব খুশি। সে ছবি শেয়ারও করেছেন নিজের ইউটিউব চ্যানেলে। মাঝে মধ্যেই সেই গিটার হাতে গান গাইতে দেখা যায় তাঁকে। প্রিন্সের মন্তব্য, এভাবেই সারাক্ষণ কাকা তাঁর সঙ্গেই থাকবেন। লোকে যে জিনিস ছুঁয়ে দেখতেও ভয় পাবেন প্রিন্স তাতেই তুলছেন একের পর এক সুরের মূর্ছনা।