আজকাল ওয়েবডেস্ক: প্রবাদ আছে, ভালবাসার কোনও বয়স হয় না, প্রেমের কোনও বয়স হয় না। প্রেম সবসময়ই অনিশ্চিত, সমাজের সাধারণ নিয়মের সীমা ছাড়িয়ে যেতে পারে। এবার সেরকমই এক ঘটনা সামনে এসেছে, যাতে কার্যত হতবাক হয়ে গিয়েছেন সাধারণ মানুষ। প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে এক মা এবং তাঁর ছেলের প্রিয় বন্ধুর মধ্যে। শুধু তাই নয়, পরবর্তীকালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে বর্তমানে সুখের সংসার কাটাচ্ছেন। অ্যামি নামে এক মহিলার সন্তান আইডিন এবং ব্রাইস ছোটবেলা থেকে একে অপরের বন্ধু।

 

 

 

জানা গিয়েছে, ব্রাইসের যখন ১৩ বছর বয়স তখন সে তাঁর বন্ধুর মা অ্যামির প্রেমে পড়ে। কিন্তু বয়স না হওয়ায় সে তখনই কোনও পদক্ষেপ নেয়নি। নিজের অনুভূতি প্রকাশ করতে ব্রাইস অপেক্ষা করে নিজের ১৮ বছরে পা দেওয়া পর্যন্ত। এক বিশেষ দিনে ব্রাইস অ্যামির প্রতি তাঁর ভালবাসা প্রকাশ করে। তবে প্রথমবারেই তাকে প্রত্যাখ্যানের মুখোমুখি হতে হয়। অ্যামি তাদের দুজনের মধ্যে বয়সের পার্থক্যের কথা টেনে আনেন। জানান, ব্রাইস তাঁর কাছে একজন ছেলের মত। কিন্তু সেই সময় বাধা দিলেও তারপর থেকে অ্যামি ধীরে ধীরে ব্রাইসকে নতুন ভাবে দেখতে শুরু করেন। 

 

 

পরবর্তীকালে ব্রাইস তারক বন্ধুর মাকে বিবাহের প্রস্তাব দিলে তাও গ্রহণ করেন অ্যামি। বোঝনদার আইডিনও তার মা এবং প্রিয় বন্ধুর সম্পর্ক মেনে নেয়। এমনকি, কাপল হিসেবে  অ্যামি এবং ব্রাইস প্রথম দেখা করতে গেলে আইডিনকেও সঙ্গে নিয়ে যান অ্যামি। দু’বছরের সম্পর্কের পর, অ্যামি ও ব্রাইস বিয়ে করেন এবং একটি নতুন পরিবারের সূচনা করেন। অ্যামির প্রেমের গল্পটি একটি অবিশ্বাস্য কাহিনী বলে মতামত নেটিজেনদের। তাঁর ও ব্রাইসের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়, তা প্রথমে সমাজের চোখে অদ্ভুত লাগলেও অনেকেই প্রশংসা করেছেন তাঁদের সম্পর্কের।