বড়দিন এলেই সকলের মনে সবার আগে যে নামটি আসে সেটি হল স্যান্টাক্লজ। সকলকে সে নিজের উপহার দিয়ে সন্তুষ্ট করে থাকে।
2
9
তবে এটা কী জানেন স্যান্টাক্লজের বয়স কত? কতটা লম্বা সে? আপনার কাছে এই উত্তরগুলি কী রয়েছে।
3
9
বলে রাখি স্যান্টাক্লজকে নজরে রাখার জন্য রয়েছে নোরাড ট্র্যাকার। একে স্যান্টা ট্র্যাকার বলেও সকলে জানেন। স্যান্টার জীবনের সমস্ত ঘটনাকে এটি নজরে রেখে দেয়।
4
9
গোটা বিশ্বে সকলের কাছেই জনপ্রিয় স্যান্টাক্লজ। আট থেকে শুরু করে আশি সকলেই স্যান্টাক্লজকে পছন্দ করেন। স্যান্টাক্লজের ট্র্যাকার জানিয়েছে তার বয়স নাকি ১৬০০ বছর।
5
9
এবার আসি স্যান্টাক্লজের উচ্চতার দিকে। সেখানে মনে করা হচ্ছে তার উচ্চতা ৫ ফুট সাত ইঞ্চি। ওজনের দিক থেকে ধরলে সেটি হবে ২৬০ পাউন্ড।
6
9
কীভাবে তৈরি হল স্যান্টাক্লজের ট্র্যাকার। জানা গিয়েছে ১৯৫৫ সালে একটি শিশু খবরের কাগজে স্যান্টার সঙ্গে যোগাযোগ করার ইচ্ছা নিয়ে একটি বিজ্ঞাপন দেয়। সেখান থেকেই শুরু হয়েছিল স্যান্টাকে খোঁজার কাজটি।
7
9
প্রতি বছর বড়দিনের সময় পৃথিবীর ২০০ টি দেশের প্রচুর মানুষ স্যান্টার খোঁজ করেন এখান থেকেই। শিশুদের ফোন আসে কয়েক কোটি। সকলেই স্যান্টা সম্পর্কে জানতে চান।
8
9
বড়দিন মানে প্রভু যীশুর জন্মদিন। সেদিন স্যান্টাক্লজ সকলকে উপহার দিয়ে ভরিয়ে দেন। তার তালিকায় সবার উপরে থাকে শিশুরা। তাইতো স্যান্টা সকলের কাছে এত প্রিয়।
9
9
আসলে স্যান্টাক্লজ একটি কাল্পনিক চরিত্র। তবুও জন্মের পর থেকেই তিনি সকলের কাছে প্রিয়। রাতের বেলা ঘুমের মধ্যে সে এসে আপনার কাছে উপহারটি রেখে যাবে। শুধু চাই সৎ থাকার মানসিকতা।