আজকাল ওয়েবডেস্ক: গরু-ছাগল বাদ, এবার মাঠে নামল পাঁঠা! তাও আর পাঁচটা পাঁঠা নয়—এই পাঁঠা দিচ্ছে একেবারে ঘন দুধ! ঘটনা কুষ্টিয়ার জগন্নাথপুর গ্রামে। পাঁঠাটিকে দেখে প্রথমে কেউ বিশ্বাসই করতে পারেনি—কিন্তু ভিডিও ভাইরাল হতেই গোটা নেটদুনিয়ায় শোরগোল: "পাঁঠাও এখন দুধ দেয়!"
পাঁঠার মালিক আবুল কাশেম প্রথমে বুঝতেই পারেননি তাঁর পাঁঠাটি 'দুধেল' জাতের! কিছুদিন আগেই হাট থেকে নিয়ে আসা এই পাঁঠা একদিন হঠাৎ নিজেই চমকে দেয় মালিককে। কাশেম সাহেব লক্ষ্য করেন—পাঁঠার দুধ বাঁট অদ্ভুতভাবে ফুলে উঠেছে। কৌতূহলে চাপ দিতেই, যা বেরিয়ে এল তা তো একেবারে খাঁটি দুধ! একবার নয়, এখন রোজ আধা কেজি করে দুধ দিচ্ছে পাঁঠা সাহেব!
এতেই এলাকার লোকজনের রাতের ঘুম উড়ে গেছে। সকালবেলা পাঁঠার দুধ দোয়ানোর দৃশ্য দেখতে লোকজন ভিড় জমাচ্ছে কাশেম সাহেবের খামারে। কেউ সেলফি তুলছে, কেউ ভিডিও করছে, আবার কেউ "ভবিষ্যতের দুগ্ধ বিপ্লব" ঘোষণা করেই বসেছে!
স্থানীয় পশু চিকিৎসক তুষার আহমেদ অবশ্য বলছেন, "এতে অবাক হওয়ার কিছু নেই। হরমোনের গণ্ডগোল বা জেনেটিক পরিবর্তনের কারণেই এমনটা হতে পারে।" তবুও সাধারণ মানুষের জন্য এটা একেবারে ‘অলৌকিক ঘটনা’—দুধ দিচ্ছে পাঁঠা, এ আবার হয় নাকি!
গ্রামের লোকেরা এখন চাইছে এই পাঁঠাকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা করা হোক। আর কেউ কেউ বলছেন—"এই পাঁঠাই বুঝি বাংলাদেশের প্রথম ‘ল্যাকটেটিং জেন্টলম্যান’!"
