আজকাল ওয়েবডেস্ক:‌ ভয়াবহ অগ্নিকাণ্ড ইজরায়েলের সেনা শিবিরে। রাজধানী তেল আবিবে অবস্থিত ‘হাসোমের’ নামে একটি সেনা ঘাঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই সেনা ঘাঁটিতে বিভিন্ন ধরনের অস্ত্র সংরক্ষণ করা হয় বলে জানিয়েছে টাইমস অফ ইজরায়েল সংবাদপত্র। আগুন নেভাতে দমকলের ২৮টি ইঞ্জিন কাজ করেছে। তবে কীভাবে আগুন লাগল তা জানা যায়নি। হতাহতের খবরও নেই। 
এদিকে সতর্কতা হিসেবে সেখানকার স্থানীয় বাসিন্দাদের সরানোর পরিকল্পনা করেছে ইজরায়েল।