আজকাল ওয়েবডেস্ক:  ভারতের সঙ্গে বিশেষ কাজ শুরু করেছে মার্ক জুকারবার্গের প্রতিষ্ঠান মেটা। তারা বিশ্বের সবথেকে দীর্ঘ নেটওয়ার্কের কাজ করছে। এই নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে সমুদ্রের নিচে দিয়ে। এই নেটওয়ার্ক যে পথে যাবে সেগুলি হল আমেরিকা, ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা সহ আরও বেশ কয়েকটি দেশকে সঙ্গে করে।


মোট ৫০ হাজার কিলোমিটার পথ ধরে বসানোর কাজ চলছে এই নেটওয়ার্কের। পৃথিবীর ইতিহাসে এটি হবে প্রথম এই ধরণের নেটওয়ার্ক। যে দেশগুলি দিয়ে এই নেটওয়ার্ক যাবে সেই দেশগুলির সঙ্গেও এটি নিজের যোগসূত্র স্থাপন করবে। মেটার এআইকে এই কাজে ব্যবহার করা হচ্ছে বলে খবর মিলেছে।


এই প্রোজেক্টের নাম দেওয়া হয়েছে প্রোজেক্ট ওয়াটারওর্থ। এটি শুধু আধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে তাই নয়, মেটা এখানে ২৪ জোড়া ফাইবারকে সমুদ্রের নিচ দিয়ে বসানোর কাজটি করে চলেছে। ফলে এতদিন যেখানে ৮ বা ১৬ ফাইবার জোড়া দিয়ে কাজ চলছিল সেখানে নতুন এই ফাইবার অন্য দিক সামনে নিয়ে আসবে। 

 


ভারতকে ব্যবসার দিক থেকে বিরাট একটি বাজার বলে মনে করছে মেটা। সেই কাজকে তারা এগিয়ে নিয়ে যেতে চাইছে। যদি এই ব্যবস্থাটি চালু হয়ে যায় তাহলে ভারত আগামীদিনে অনেক বেশি ডিজিটালি কাজ করতে পারবে। ভারতের অর্থনীতিতে এর বিরাট প্রভাব পড়বে। ভারতীয় তথ্যপ্রযুক্তি, শিল্প এবং ব্যবসার ক্ষেত্র অনেক বেশি প্রসারিত হবে। 


ভারতের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা, ব্রাজিলের মতো দেশগুলিও এই সুবিধা ভোগ করতে পারবে। শক্তিশালী ইন্টারনেট ব্যবস্থা এই দেশগুলির আর্থিক পরিকাঠামোকে একেবারে বদলে দেবে। 


জলের নিচ থেকে এই কেবিল যাবে বলে আগে থেকেই সমস্ত ব্যবস্থা করেই কাজে নেমেছে মেটা। সমুদ্রের ৭ হাজার মিটার নিচ থেকে এই কেবিল যাবে বলে একে ক্ষতি করা সহজ হবে না। জলের নিচ দিয়ে যে জাহাজগুলি যাবে সেগুলিকে শুধু একটু বাড়তি সতর্ক থাকতে হবে। তাহলেই এটি একটি সফল কাজ হিসাবে দেখা যাবে।