হিন্দু ধর্মে মকর সংক্রান্তির বিশেষ গুরুত্ব রয়েছে। বছরের যে দিনটিতে ধনু রাশি থেকে বেরিয়ে সূর্য মকর রাশিতে প্রবেশ করে সেই দিনটিকে মকর সংক্রান্তি বলা হয়। ইংরেজি নতুন বছরের প্রথম পরব বা উৎসব হল এই মকর সংক্রান্তি। চলতি বছর এই দিনে কার্য সিদ্ধি যোগ তৈরি হচ্ছে। ছবি- এআই দ্বারা নির্মিত
2
6
গ্রহদের রাজা সূর্য ১৪ জানুয়ারি দুপুর ৩টে ১৩ নাগাদ মকর রাশিতে প্রবেশ করবে। ফলে এদিনই পালিত হবে মকর সংক্রান্তি। একই দিনে তৈরি হওয়া কার্যসিদ্ধি যোগে এই নির্দিষ্ট টোটকা করলে যেমন পদোন্নতি হবে, তেমনই জীবনে উপচে পড়বে সুখ, সমৃদ্ধি। ছবি- এআই দ্বারা নির্মিত
3
6
এই দিন স্নানের জলে কালো তিল এবং গঙ্গা জল মিশিয়ে স্নান করুন। এতে সূর্যের আশীর্বাদ পাওয়া যায় গ্রহ দোষ কেটে যায়। এদিন একই সঙ্গে মকর রাশিতে শনিও প্রবেশ করছে। ফলে এই টোটকা করলে বড়দেবতার আশীর্বাদও পাওয়া যাবে। ছবি- এআই দ্বারা নির্মিত
4
6
মকর সংক্রান্তির দিন স্নান করে উঠে তামার ঘটে গঙ্গার জল নিয়ে তাতে কালো তিল, গুড়, লাল চন্দন, লাল ফুল, অক্ষত বা গোটা চাল মিশিয়ে সূর্যদেবকে অর্পণ করুন। মনে মনে বলুন ওম সূর্যায় নমঃ। ছবি- সংগৃহীত
5
6
নদীর ধারে যে গরীব দুঃস্থরা থাকেন তাঁদের প্রয়োজনীয় খাবার, পোশাক দান করুন। তিল, গুড়, অর্থ দান করতে পারেন। পারলে গঙ্গাস্নান বা কোনও পবিত্র নদীতে স্নান করে এই দান করুন। ছবি- এআই দ্বারা নির্মিত
6
6
মকর সংক্রান্তির দিন চালের কিছু বা খিচুড়ি খাওয়া থেকে বিরত থাকুন। বরং খান তিল এবং গুড়। ছবি- এআই দ্বারা নির্মিত