আজকাল ওয়েবডেস্ক: পাক সেনাই যে ভারতে হামলাকারী জঙ্গিগোষ্ঠীর মদতদাতা তা আরও একবার প্রকাশ্যে এল। লস্কর-ই-তৈবা-র (এলইটি) প্রধান হাফিজ সইদের ডেপুটি সাইফুল্লা কাসুরি পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে এই জঙ্গিগোষ্ঠীর সুস্পষ্ট সম্পর্কের কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, পাকিস্তান সেনাবাহিনী তাকে নিয়মিত সামরিক বাহিনীর আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানায় এবং গত বছর পহেলগাঁও হামলার প্রেক্ষিতে ভারতীয় বাহিনীর 'অপরেশন সিঁদুর' অভিযানের জেরে নিহত পাক সৈন্যদের শেষকৃত্যেও নামাজ পড়ানোর জন্যও তাকে ডাকা হয়েছিল।
হাফিজ সইদ-নেতৃত্বাধীন জঙ্গি সংগঠনের ডেপুটি চিফ এবং পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার মূল পরিকল্পনাকারী ছিল সাইফুল্লা কাসুরি। সম্প্রতি পাকিস্তানের একটি স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে স্কুল শিক্ষার্থীদের সামনে লস্কর-ই-তৈবার সঙ্গে পাক সেনার যোগাযোগের কথা তুলে ধরে সে। কাসুরির আরও দাবি যে, তার উপস্থিতির কারণে ভারত ভীত। পাশাপাশি এই জঙ্গি ননেতা নয়াদিল্লির বিরুদ্ধে হুঁশিয়ারিও দিয়েছে।
সম্প্রতি প্রকাশিত একটি তারিখবিহীন ভিডিও'তে কাসুরিকে বলতে শোনা যায়, "পাকিস্তান সেনাবাহিনী আমাকে আমন্ত্রণপত্র পাঠিয়ে ডাকে... পাকিস্তান সেনাবাহিনী তাদের সৈন্যদের শেষকৃত্যে নামাজ পড়ানোর জন্য আমাকে আমন্ত্রণ জানায়।"
সাইফুল্লা কাসুরির এই মন্তব্যগুলো পাকিস্তানের সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক মহলের কাছে দেশের অভ্যন্তরে সক্রিয় সন্ত্রাসবাদী গোষ্ঠীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার দাবির পরিপন্থী। কাসুরির এই প্রকাশ্য স্বীকারোক্তি একদিকে যেমন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে পাকিস্তানের বারবার করা বিবৃতির মিথ্যাচার তুলে ধরেছে, তেমনই তাদের সামরিক বাহিনী এবং নিষিদ্ধ গোষ্ঠীগুলোর মধ্যে সহযোগিতা, তাদের মদতের বিষয়টিও স্পষ্ট করে দিয়েছে।
জঙ্গি নেতা কাসুরি বলেছে, "আপনারা কি জানেন, ভারত আমাকে ভয় পায়?" এর আগে, ভারতের 'অপারেশন সিঁদুর' পাকিস্তানে সন্ত্রাসবাদীদের ঘাঁটি ধ্বংস করেছে বলে স্বীকার করে লস্করের ডেপুটি চিফ দাবি করেছিল যে, "জঙ্গি শিবিরগুলোকে লক্ষ্যবস্তু করে ভারত, একটি ভুল করেছে।" তিনি প্রকাশ্যে কাশ্মীর নিয়ে তাদের সংগঠনের লক্ষ্যের কথা তুলে ধরে ঘোষণা করেন যে, "লস্করক-ই-তৈবা কাশ্মীর মিশন থেকে কখনওই পিছু হটবে না।"
লস্করের এই সীর্ষ নেতা এর আগে একটি সমাবেশে আরও বলেছিল যে, "পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত হওয়ায়" তিনি বিখ্যাত হয়েছেন। পাঞ্জাব প্রদেশের কাসুরে একটি সমাবেশে সে বলেছিল, "আমাকে পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করা হয়েছিল, এখন আমার নাম সারা বিশ্বে বিখ্যাত।"
গত বছর ২২ এপ্রিল পহেলগাঁওতে হামলা চালায় জঙ্গিরা। এই হামলায় ২৬ জন নিরাপরাধ মানুষ নিহত হন। প্রতিশোধ হিসেবে ভারত ৭ মে পাকিস্তানে এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে 'অপারেশন সিঁদুর' শুরু করে। চার দিন ধরে তীব্র আন্তঃসীমান্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ১০ মে ভারত ও পাকিস্তান সমঘর্ষ বিরতি একটি সমঝোতায় পৌঁছায়।
