আজকাল ওয়েবডেস্ক: সেভেন-ইলেভেন। যুগ যুগ ধরে বিহুল প্রচারিত এবং জনপ্রিয় এই সংস্থা এবার সংবাদ শিরোণামে একেবারে অন্য কারণে। অভিযোগ, বাক-বিতণ্ডার মাঝেই আচমকা সকলের সামনে কর্মীর উপর বসে পড়েন অফিসের ম্যানেজার। শ্বাস নিতে না পেরে ‘ব্রেন ডেড’ হয় কর্মীর। হাসপাতালে চিকিৎসাতেও হল না শেষরক্ষা। প্রাণ গিয়েছে তাঁর। অফিসে ছিছিক্কার।

লস অ্যাঞ্জেলেস টাইমসের এক প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটেছে ২৪ জুন। সেভেন-ইলেভেন-এর ২৪ বছর বয়সী কর্মী জেসিকা ম্যাকলাফলিন। সেদিনও অন্যান্য দিনের মতোই অফিসে গিয়েছিলেন। বেলা দুটো নাগাদ ম্যানেজারের সঙ্গে বাকবিতণ্ডা হয় তাঁর। 

তর্ক-বিতর্কের মাঝে, আচমকা তাঁর ম্যানেজার মাটিতে ফেলে তাঁর উপরেই বসে পড়েন। জেসিকার ভাই জানিয়েছেন, ম্যানেজার এমনভাবে আক্রমণ করেছিলেন তাঁকে, তিনি শ্বাস নিতে পারেননি। ব্রেন ডেড হয় তাঁর। তিনি যে শ্বাস নিতে পারছিলেন না, তা সহকর্মীদেরও জানিয়েছিলেন জেসিকা, তেমনটাই জানিয়েছেন তাঁর ভাই।

তাঁকে গত কয়েকদিন লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তবে তাতেও শেষরক্ষা হয়নি। মৃত্যু হয়েছে যুবতীর। অন্যদিকে জানা গিয়েছে, ঘটনার পর, কর্মীর শারীরিক অবস্থার কথা জেনে, ম্যানেজার অফিসের সিসিটিভি ফুটেজ মুছে ফেলার চেষ্টা করেন। তিনি তৎক্ষণাৎ শহরে ছেড়ে চলে যান বলেও জানা গিয়েছে।