আজকাল ওয়েবডেস্ক: থ্যাঙ্কসগিভিং, আনন্দ, উচ্ছ্বাস। হইহুল্লোড়ের মাঝেই ঘটে গেল মর্মান্তিক পরিণতি। কেবল এক হাঁচির জন্য, আনন্দ-খাওয়াদাওয়ার মাঝেই খুন হতে হল বৃদ্ধকে। তাও আবার রুমমেটের, বন্ধুর হাতেই। 

ম্যাসাচুসেটস-এর ব্যক্তির মৃত্যুতে কাঠগড়ায় এখন বন্ধু। ব্যক্তির নাম ফ্র্যাঙ্ক গ্রিস ওল্ড, বয়স ৮০। ৬৫ বছরের রবার্ট লোম্বার্ডি মর্শফিল্ডের বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন করেছিল থ্যাঙ্কসগিভিং-এর ভুরিভোজের। সেখানেই আচমকা খাওয়াদাওয়ার আয়োজনের মাঝেই ঘটে যায় বিপত্তি। জানা গিয়েছে, খাওয়ার থালার কাছে ফ্র্যাঙ্ক হেঁচে ফেলার পরেই তাঁকে ধাক্কা দেন রবার্ট, জিজ্ঞাসাবাদের পর তেমনটাই জানিয়েছে পুলিশ।

পুলিশ যখন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়, তখন মেঝেতে রক্ত। পুলিশ ফ্র্যাঙ্কের মাথা এবং কপালে গভীর ক্ষত আবিষ্কার করে। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।  পুলিশকে জিজ্ঞাসাবাদে রবার্ট জানিয়েছেন, ফ্র্যাঙ্ক হাঁচির পর, তিনি নিষেধ করছিলেন খাবারে স্পর্শ না করতে। তিনি কথা না শোনায় ধাক্কা মারেন  লোম্বার্ডি। তাতেই বিপত্তি। খাবার নিয়ে বিবাদের জেরে দীর্ঘদিনের রুমমেটের এই পরিণতি নিয়ে জোর চর্চা।