আজকাল ওয়েবডেস্ক: জন্মের পরেই পরিবারের তরফ থেকে সন্তানদের কোনও না কোনও নাম প্রদান করা হয়। সেই নামই একটি পরিচয় যা সাধারণত সারাজীবন আমাদের সঙ্গে থাকে। সমাজে কাউকে প্রথমে নাম দিয়েই চেনা যায়। নাম আমাদের পরিচয়ের একটি মূল অংশ।
এত গুরুত্বপূর্ণ বিষয়কে কেউ কীভাবে এত হালকাভাবে নিতে পারে? চীনে এমন একজন ব্যক্তি আছেন যিনি তার নামকে একটি রসিকতায় পরিণত করেছেন।
যদিও বেশিরভাগ মানুষ তাদের নাম নিয়ে গর্ব করে, এই ব্যক্তিটি সম্পূর্ণ বিপরীত। তাঁর নিজের নাম মোটেও পছন্দ নয়। বারবার নাম পরিবর্তন করতে থাকেন ওই যুবক। প্রতিবারই একটি নতুন অজুহাত দেখিয়ে। তাঁর নাম পরিবর্তনের বহর দেখে তাঁর প্রতিবেশী থেকে শুরু করে কর্মকর্তা সকলেই অবাক।
সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী, চীনের ২৩ বছর বয়সী ওই যুবক চাকরি পেতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। ধারণা ছিল যে, তাঁর নাম এতটাই খারাপ যে এর ফলে তিনি চাকরি পাচ্ছেন না। আরও আশ্চর্যের বিষয়, তিনি ইতিমধ্যেই দু'বার তাঁর নাম পরিবর্তন করে ফেলেছেন। তবুও সন্তুষ্ট হতে পারছিলেন না।
হেনান প্রদেশের বাসিন্দা ওই ব্যক্তির আসল নাম জু ইউনফেই। যা ওই প্রদেশে খুবই প্রচলিত নাম। এর ফলে তাঁর সেই নামটি পছন্দ ছিল না। তাঁর গ্রামের আরও একজন লোক এই একই নাম ব্যবহার করতেন। ভাগ্য পরিবর্তনের আশায়, তিনি নাম পরিবর্তন করে রাখেন ঝু কুয়ে জুয়ান উ চি লিং।
শীঘ্রই তিনি তাঁর নতুন নাম নিয়ে অসন্তুষ্ট হয়ে পড়েন। বিশেষ করে যখন এই নামটি তাঁকে চাকরি পেতে সাহায্য করেনি। এরপর তিনি তাঁর মায়ের উপাধি গ্রহণ করেন এবং আবার তার নাম পরিবর্তন করে ঝো তিয়ান জি ওয়েই দা দি রাখেন, মনে করলেন এটি অন্য রকম শোনাচ্ছে।
এখানেই শেষ নয়। তিনি তৃতীয়বারের মতো নাম পরিবর্তনের জন্য কর্তৃপক্ষের কাছে ফিরে আসেন। এবার ৪৮ অক্ষরের নাম রাখার অনুরোধ করেন। কর্মকর্তারা তাঁর আবেদনটি প্রত্যাখ্যান করে বলেন, তিনি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এর পরই কী হল ওই যুবকের? নাম পরিবর্তন করতে সক্ষম হয়েছেন কি তিনি? তা জানা যায়নি এখনও।
