আজকাল ওয়েবডেস্কঃ ক্যান্সারে আক্রান্ত বৃদ্ধ। হাতে বাকি আর মাত্র ক'টা দিন। স্বাভাবিকভাবে এই সময় যে কেউ ভেঙে পড়ে। কিন্তু ওই বৃদ্ধ যা কাণ্ড করলেন, তাতেই সকলে অবাক। চোখে জল চলে আসছে সকলের। তাঁর সেই কাণ্ডের ভিডিও ইতিমধ্যে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।  

ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের কাছের মানুষদের নিয়ে একটি অনুষ্ঠান আয়োজন করেছেন বৃদ্ধ। অনুষ্ঠানটির ভিডিও পোস্ট করেছেন তাঁর মেয়ে। ক্যাপশনে বাবার সাহসিকতার পরিচয় দিয়ে তিনি লিখেছেন, ''আমার বাবা একজন কিংবদন্তি।'' মেয়ের পোস্ট করা ভিডিওতে বৃদ্ধকে কথা বলতে দেখা যাচ্ছে। বলছেন, তিনি সামান্য ভীত। এরপরেই বৃদ্ধার মেয়ে অনুষ্ঠান হলটি ঘুরে দেখাচ্ছিলেন। রকমারি খাবার-সহ পানীয় অনেক কিছুরই আয়োজন ছিল অনুষ্ঠানে। এখানেই শেষ নয়, ওই দিন সন্ধ্যায় সঙ্গীত পরিবেশনের ব্যবস্থাও ছিল। বৃদ্ধের মেয়ে জানান, মোট ৫০ জন আমন্ত্রিত ছিলেন অনুষ্ঠানে। পুরনো স্মৃতিকে মনে করাতে সকলের সামনে একটি ভিডিও প্রদর্শন করেছিলেন বৃদ্ধ। তাঁর মেয়েও বাবাকে নিয়ে আবেগঘন বক্তব্য রাখেন। 

ভিডিওটি পোস্ট হতেই তা ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। নেটিজেনদের মনে আলাদা জায়গা করে নিয়েছে ভাইরাল এই ভিডিওটি। কমেন্টে সকলেই বৃদ্ধের মনের সাহসের প্রশংসা করেছেন।