আজকাল ওয়েবডেস্ক: পকেটে ছিল ১৭৩ টাকা। তা দিয়েই কিনেছিলেন সাদা-কালো একটি পুরনো ছবি। সেই ছবিই পাঁচবছর পর ৪৩ কোটি টাকায় বিক্রি করেছিলেন যুবক। তাঁর রাতারাতি কোটিপতি হওয়ার ঘটনায় শোরগোল পড়েছিল দেশজুড়ে। ফের নতুন করে খবরের শিরোনামে সেই যুবক।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ২০১০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা ব়্যান্ডি গুইজারো একটি ছবি কিনেছিলেন। পুরনো জিনিসের প্রতি তাঁর বরাবর আগ্রহ ছিল। সংগ্রহেও রাখতেন পুরনো, দুষ্প্রাপ্য জিনিসপত্র। সেই বছর ক্যালিফোর্নিয়ায় ফ্রেন্সো থেকে একটি সাদা-কালো ছবি কিনেছিলেন মাত্র ১৭৩ টাকায়। সেই ছবিতে যিনি ছিলেন, তাঁর সম্পর্কে কোনও ধারণা ছিল না গুইজারোর।
পাঁচ বছর পর যুবক জানতে পারেন, ছবিটির আসল ব্যক্তি কে। জানা যায়, ওই ব্যক্তিই মার্কিন যুক্তরাষ্ট্রের কুখ্যাত দুষ্কৃতী। একজন সিরিয়াল কিলার। বিলি দ্য কিডের এটি দ্বিতীয় ছবি। তাঁর জীবদ্দশায় আর কোনও ছবি ছিল না। ১৮৭৮ সালে ছবিটি তোলা হয়েছিল। কুখ্যাত দুষ্কৃতী হলেও, তাঁর ভক্তদের সংখ্যা নেহাত কম ছিল না। ২০২১৫ সালে সেই ছবিটিই নিলামে বিক্রি করেন যুবক। শেষমেশ ৪৩ কোটি টাকায় ছবিটি বিক্রি করে কোটিপতি হন তিনি।
