আজকাল ওয়েবডেস্ক: এমন বন্ধু আর কে আছে। গভীর রাতে মদ্যপ মালিককে পথ চিনিয়ে ঠেলতে ঠেলতে বাড়ি পৌঁছে দিচ্ছে তাঁরই পোষা ষাঁড়! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই এই দেখা যাচ্ছে মদ্যপ মালিককে পথ চিনিয়ে ঠেলতে ঠেলতে বাড়ি পৌঁছে দিচ্ছে ষাঁড়। অনেকেই যা দেখে বলছেন, মানুষের বিপদের বড় বন্ধু হয়ে ওঠে আসলে জন্তুরাই। 

'নেচার ইজ অ্য়ামাইজিং' এক্স হ্যান্ডেলার থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। সেখানে উল্লেখ, ঘটনাটি ব্রাজিলের। ভিডিও-তে দেখা যাচ্ছে, মাঝ রাতে নেশার চুর চুর অবস্থা এক মাঝবয়সীর। রীতিমত টলছেন তিনি। এই অবস্থায় তাঁকে বাড়ি পোঁছে দিতে সহায়তা করছে একটি ষাঁড়! জানা গিয়েছে, ষাঁড়টিরই মালিক ওই মদ্যপ ব্যক্তি। প্রায়ই নেশায় বুঁদ থাকেন তিনি আর ষাঁড়টি মালিককে পথ চিনিয়ে বাড়ি ফিরিয়ে দেন। ভিডিওতে দেখা যাচ্ছে, ষাঁড়টি পিছন থেকে মদ্যপ মালিককে ঠেলছেন। সেও টলতে চলতে বাড়ির পথে এগিয়ে চলেছেন। 

 

?ref_src=twsrc%5Etfw">December 31, 2024

এই ভিডিও-তে নানা ব্যক্তি বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। বেশিরভাগেরই মন জয় করেছে ওই ষাঁড়টি। একজন নেটিজেন লিখেছেন, "আপনি যদি ষাঁড়ের সঙ্গে না ঝামেলা করতে আগ্রহী থাকেন তাহলে কেউ ওই লোকটির সঙ্গে ঝামেলা করবেন না!!!" অন্য একজন লিখেছেন, "প্রত্যেকের এমনই একজন প্রিয় বন্ধু চাই।"

মন্তব্য়ের বন্যা। একজন উপহাস করে লিখেছেন, "মদ্যপ পরদিন সকালে ঘুম থেকে উঠে বলতে পারবেন না কীভাবে বাড়ি পৌঁছেছিলেন।" অন্যজনের কথায়, "এই ষাঁড়টি বারংবার একই কাজ করে বোধহয় বিরক্ত।" মসকরা করে কেউ লিখেছেন, "ষাঁড়টি নিজে গেল নাকি মালিক তাকে ভাটিখানায় নিয়ে গেল?"

ওই ভিডিও-তে আশি লাখের বেশি ভিউ হয়েছে।