আজকাল ওয়েবডেস্ক: লিভারপুলের ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের সেলিব্রেশনের মধ্যেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। রাস্তা জুড়ে টিমবাসের প্যারেডের সঙ্গে উদযাপন করছিলেন সমর্থকরা। সেই সময় হঠাৎই ভিড়ের মধ্যে একটি গাড়ি ঢুকে পড়লে অন্তত ২৭ জন সমর্থক আহত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, গাড়ির চালক হিসেবে ৫৩ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিককে আটক করা হয়েছে। তিনি লিভারপুলেরই বাসিন্দা।

পুলিশের প্রাথমিক অনুমান, এটা শুধুমাত্রই একটা দুর্ঘটনা। এর সঙ্গে সন্ত্রাসবাদ না পরিকল্পিত কোনও ছক ছিল না। সেলিব্রেশনের সময় শহরের কেন্দ্রস্থলে হাজার হাজার লিভারপুল সমর্থক জড়ো হয়েছিলেন। জানা গিয়েছে, স্প্রিং ব্যাঙ্ক হলিডের কারণে অধিকাংশ মানুষ ছুটিতে ছিলেন। রুফ টপ বাসে ট্রফি হাতে শহর পরিক্রমায় বের হয়েছিল লিভারপুল দল। ঘটনাস্থলেই ২০ জন সমর্থককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ২৭ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যাদের মধ্যে চারজন শিশু। এক শিশু ও এক প্রাপ্তবয়স্কের অবস্থা গুরুতর বলে খবর হাসপাতাল সূত্রে।

দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে চারজন সমর্থককে গাড়ির নিচ থেকে উদ্ধার করে। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওতে দেখা যায়, দ্রুতগতির একটি গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে কয়েকজন দর্শক ছিটকে পড়েন। গাড়ি থেমে গেলে ক্ষুব্ধ জনতা গাড়ির জানালা ভাঙার চেষ্টা করে। তবে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে চালককে জনরোষের হাত থেকে বাঁচায়।

ডেপুটি চিফ কনস্টেবল জেনি সিমস জানিয়েছেন, ‘আমাদের মতে এটা সম্পূর্ণ একটা দুর্ঘটনা। আর কেউ এর সঙ্গে জড়িত নয়। এর সঙ্গে সন্ত্রাসবাদের কোনও সম্পর্ক নেই’। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ঘটনার সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স এসে উদ্ধার করে আহতদের। পুলিশ দ্রুত চালকের পরিচয় প্রকাশ করে। এক প্রত্যক্ষদর্শী জানান, ‘অত ভিড়ের মধ্যেও গাড়ি থামার কোনও লক্ষণ দেখা যায়নি। চিৎকার শুনে কিছু মানুষ ঝাঁপিয়ে সরে গিয়ে নিজেদের রক্ষা করেন’। ঘটনায় ইতিমধ্যেই সমর্থকদের পাশে থাকার বার্তা দিয়েছে লিভারপুল ফুটবল ক্লাব।