আজকাল ওয়েবডেস্ক: দাঁত মাজতে মাজতেই স্বাদ পাবেন কেএফসির ফ্রাইড চিকেনের। এপ্রিল ফুলের দিনই এমনটাই শোনা গিয়েছে। যা নিয়ে সমাজমাধ্যমে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। 


অস্ট্রেলিয়ান ডেন্টাল কেয়ার কোম্পানি হিসমাইলের এবং কেএফসির যৌথ উদ্যোগে এই চিকেন ফ্লেভারের টুথপেস্ট সম্প্রতি বাজারে এসেছে। খুব অল্প সময়ের জন্য এই টুথপেস্ট কেনার সুযোগ পেয়েছে ক্রেতারা। এর শেষ তারিখ ছিল ৮ এপ্রিল। ইতিমধ্যেই সব কটি টুথপেস্ট বিক্রি হয়ে গিয়েছে বলেই খবর। এই টুথপেস্টটির বাজারমূল্য ভারতীয় টাকায় ১১২৩।


টুথপেস্টটি তৈরির নেপথ্যে একমাত্র উদ্দেশ্য হল উপভোক্তাদের সাত সকালে  কেএফসির চিকেনের স্বাদ দেওয়া। এমনটাই টুথপেস্টের নির্মাণকারী সংস্থা তাঁদের প্রেস রিলিজে স্পষ্ট করেছে। দুই সংস্থার এই অংশীদারিত্বের সাফল্য নজরে কেড়েছে নেটদুনিয়ায়। বিশেষ করে শিল্পপতিদের দৃষ্টি আকর্ষণ করেছে।

প্রসঙ্গত, এর আগেও কেএফসি ‘বারবিকিউ’ নামক সুগন্ধি বাজারে নিয়ে এসেছিল। যা শুধুমাত্র যুক্তরাজ্যে পাওয়া যেত। ভারতীয় টাকায় সুগন্ধি