আজকাল ওয়েবডেস্ক: সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার বন্ধের কোনও লক্ষণ নেই বাংলাদেশে। ফের এক যুবকের মৃত্যু হল প্রতিবেশী দেশে। নিহত যুবকের নাম জয় মহাপাত্র। তিনি সুনামগঞ্জ জেলার ভাঙাদহর গ্রামের বাসিন্দা। 

জয়ের পরিবার জানিয়েছে, ঘটনাটি বৃহস্পতিবার ঘটেছিল। জয়কে একটি স্থানীয় দোকানে ডেকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে একজন স্থানীয় ব্যক্তি তাঁকে মারধর করেন বলে অভিযোগ। আহত অবস্থায় তাঁকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আঘাতের কারণে মারা যান জয়। 

মৃত যুবকের পরিবারের অভিযোগ, তাদের ছেলেকে বিষ খাইয়ে মারা হয়েছে। অভিযোগের তির আমিরুল ইসলাম নামক এক ব্যক্তির বিরুদ্ধে। তারা এটিকে একটি ‘পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে অভিহিত করছে। জয়ের মৃত্যুতে ন্যায়বিচার দাবি করেছে পরিবার।

ভারতবিরোধী কট্টরপন্থী নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে হিন্দুদের ওপর হিংসা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ওসমান হাদি ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছিলেন। তাঁর মৃত্যুর পরেই গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহ জেলায়। ২৭ বছর বয়সী দীপু দাসকে ধর্ম অবমাননার অভিযোগে স্থানীয় ইসলামপন্থী জনতা মারধর করে হত্যা করে, মৃতদেহ গাছ থেকে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেয়। প্রত্যক্ষদর্শীদের মতে, কারখানার কয়েকজন সহকর্মীও হত্যাকাণ্ডে যোগ দিয়েছিলেন। দীপু হত্যা মামলায়  এখন পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং রিমান্ড শেষে ১৮ জনকে কারাগারে পাঠানো হয়েছে। ন’জন অভিযুক্ত জবানবন্দি দিয়েছেন এবং তিনজন মূল সাক্ষী ঘটনার বিষয়ে জবানবন্দি দিয়েছেন। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়িয়ে তুলেছে এই ঘটনা। 

এখানেই থেমে থাকেনি সংখ্যালঘুদের উপর নিপীড়ন। বাংলাদেশে হিন্দুদের ওপর হিংসা আরও বৃদ্ধি পেয়েছে। ৪০ বছর বয়সী দোকানি শরৎমণি চক্রবর্তীকে সোমবার রাতে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়। সেই আঘাতের কারণে মারা যান। তাঁকে হত্যার কয়েক ঘণ্টা আগে যশোর জেলায় ৪৫ বছর বয়সী রানা প্রতাপকে গুলি করে হত্যা করা হয়। প্রতাপের দেহের পাশে সাতটি গুলির খোল পাওয়া গিয়েছে।
 
৩ জানুয়ারি ঝিনাইদহ জেলায় এক হিন্দু নারীকে দু’জন ধর্ষণ করে। এর পর নির্যাতিতাকে একটি গাছের সঙ্গে বেঁধে তাঁর চুল কেটে দেওয়া হয়। পুরো ঘটনাটির ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এর কয়েকদিন আগে ৫০ বছর বয়সী খোকন চন্দ্র দাসকে নৃশংসভাবে আক্রমণ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। অন্যান্যদের মধ্যে রয়েছেন ভালুকার একটি পোশাক কারখানায় সহকর্মীর হাতে নিহত ৪০ বছর বয়সী বাজেন্দ্র বিশ্বাস, রাজবাড়ীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনির শিকার হন ২৯ বছর বয়সী অমৃত মণ্ডল। সর্বশেষ সংযোজন জয় মহাপাত্র।