আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁও হামলার পরেই, ভারত জানিয়ে দেয়, আপাতত স্থগিত ভারত-পাক সিন্ধু চুক্তি। অন্যদিকে স্থানীয় সংবাদ সংস্থায় দাবি করা হয়েছে, শনিবার রাত থেকেই আচমকা জল বাড়ছে বিতস্তায়, বন্যা পরিস্থিতি পাক অধিকৃত কাশ্মীরে। পাকিস্তানের অভিযোগ, আগে থেকে না জানিয়েই জল ছেড়েছে ভারত। জারি জরুরিঅবস্থা।
সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, পাকিস্তান অধিকৃত কাশ্মীর জলমগ্ন, কারণ বিতস্তার জলস্তর বেড়ে যাওয়া। কাশ্মীরের হাট্টিয়ান বালা জেলার বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত। মুজাফ্ফরাবাদ, চাকোটিতে বহু মানুষ ঘরছাড়া। নদী তীরবর্তী এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, পাকিস্তানের অভিযোগ, ভারত পূর্ব ঘোষণা ছাড়াই জল ছেড়েছে। যদিও এ দেশের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি।
সিন্ধু চুক্তি অনুযায়ী পূর্বের নদীগুলি অর্থাৎ রবি, বিয়াস এবং সুতলেজের জল পাবে ভারত এবং পশ্চিমের সিন্ধু, ঝিলম অর্থাৎ বিতস্তা এবং চেনাবের জল পাবে পাকিস্তান। এই চুক্তির ফলে সামগ্রিক ভাবে সিন্ধু এবং তার উপনদীগুলির মোট জলের উপর পাকিস্তানের অধিকার ৮০ শতাংশ। চুক্তি অনুযায়ী, কেউ নদী বাঁধ খুলে জল ছাড়তে চাইলে, অপর পক্ষকে হাতে সময় নিয়ে জানাতে হবে, এবং পরিস্থিতি মোকাবিলার সময় দিতে হবে।
কিন্তু এখন স্থগিত সিন্ধু চুক্তি। ওয়াকিবহাল মহল আগেই জানিয়েছিল, সিন্ধু চুক্তি স্থগিত হলে পাকিস্তানের খরা,বন্যার অনেকটাই নির্ভর করবে ভারতের উপরেই।
