আজকাল ওয়েবডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জো বাইডেন। রবিবার এ ঘোষণার ঠিক চারদিন পর, বুধবার তার কারণ ব্যাখ্যা করলেন প্রেসিডেন্ট বাইডেন। কোভিডমুক্ত হয়ে বুধবার হোয়াইট হাউসে ফিরেছেন তিনি। ওভাল অফিসে বসে জাতির উদ্দেশে ভাষণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ জানালেন তিনি।

প্রেসিডেন্ট জো বাইডেনের কথায়, প্রেসিডেন্ট হিসেবে দেশবাসীর জন্য দায়িত্ব পালন করার কাজ তাঁর কাছে সৌভাগ্যের। কিন্তু এবার তিনি নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দিতে চান। আমেরিকাকে ঐক্যবদ্ধ করতে এবং গণতন্ত্র রক্ষার স্বার্থে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। জাতির উদ্দেশে ভাষণে নাম না করে প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি বলেও মন্তব্য করেছেন বাইডেন।

বাইডেন সরে দাঁড়াতে ডেমোক্র্যাট দলের তরফে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম ঘোষণা করা হয়। এদিনের ভাষণে কমলা হ্যারিসকে 'যোগ্য' ও 'সক্ষম' বলেও মন্তব্য করেন বাইডেন। আর ছ'মাস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। দেশের কাজেই মনোনিবেশ করবেন। পাশাপাশি কমলা হ্যারিসের জন্যেও প্রচারে নামবেন বলে জানিয়েছেন তিনি।