আজকাল ওয়েবডেস্ক: শুধুমাত্র বাড়ি ভাড়া দেন। তা থেকেই বাড়িতে বসে আয় করেন কোটি কোটি টাকা। দু'-তিন কোটি নয়, বছরে প্রায় আট কোটি টাকা আয় করেন এক যুবক। নিজের ভাগ্য কীভাবে নিজেই বদলে ফেললেন তিনি, সে গল্প সম্প্রতি সকলকে জানিয়েছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ৩৮ বছর বয়সি যুবক হায়াতো কাওয়ামুরা জাপানের ওসাকার বাসিন্দা। ছোট থেকেই পুরনো, পরিত্যক্ত বাড়ির প্রতি তাঁর আগ্রহ ছিল। কলেজের পর রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টের একটি কোম্পানিতে চাকরি শুরু করেন। কিন্তু সেখানে বেতন খুব বেশি ছিল না। ঊর্ধ্বতন কর্মকর্তারা সারাক্ষণ কাজের চাপ দিতেন। তাই সেই চাকরি ছেড়ে নিজে থেকেই ব্যবসা শুরু করেন।
রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট নিয়েই শুরু হয় অন্য পথচলা। জাপানের প্রত্যন্ত এলাকায় ২০০টি পুরনো, পরিত্যক্ত বাড়ি কেনেন হায়াতো। সেই বাড়িগুলিই পরবর্তীতে ভাড়া দেন। ২০০টি পরিত্যক্ত বাড়ির ভাড়া থেকে বর্তমানে বছরে ভারতীয় মুদ্রায় ৭.৭ কোটি টাকা উপার্জন করেন তিনি। বাড়ি ভাড়ার জন্য 'মেরিহোম' নামের একটি কোম্পানি খুলেছেন। সেখান থেকে যোগাযোগ করে বহু মানুষ বাড়ি ভাড়া নেন। হায়াতো জানিয়েছেন, ছোটবেলার শখ থেকে যে কোটিপতিও হওয়া যায়, তা এখনও কল্পনাতীত।
