আজকাল ওয়েবডেস্ক: ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ রবিবার জানিয়েছেন, গ্রেটা থুনবার্গসহ ১২ জন মানবাধিকারকর্মীকে নিয়ে গাজা অভিমুখে যাত্রা করা সাহায্যবাহী নৌকা ম্যাডলিন-কে গাজায় প্রবেশ করতে দেওয়া হবে না। নৌকাটি Freedom Flotilla Coalition-এর পরিচালিত এবং গত সপ্তাহে সিসিলি থেকে রওনা দিয়েছে। তাদের উদ্দেশ্য ছিল গাজার সামুদ্রিক অবরোধ ভেঙে মানবিক সাহায্য পৌঁছে দেওয়া ও গাজার মানবিক সংকটের দিকে বিশ্বজনের দৃষ্টি আকর্ষণ।
নৌকায় থাকা অন্যান্যদের মধ্যে রয়েছেন ফ্রান্সের ইউরোপীয় সংসদ সদস্য রিমা হাসান, যিনি প্যালেস্তাইন বংশোদ্ভূত এবং ইজরায়েলবিরোধী অবস্থানের জন্য দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। ইজরায়েল জানিয়েছে, গাজার নৌ অবরোধ হামাসকে অস্ত্র সরবরাহ ঠেকাতেই জারি রয়েছে। গত মাসেও ফ্রিডম ফ্লোটিলার আরেকটি জাহাজ মাল্টার কাছে আন্তর্জাতিক জলসীমায় ড্রোন হামলার শিকার হয়, যার জন্য সংগঠনটি ইজরায়েলকেই দায়ী করেছে।
মানবাধিকার সংস্থাগুলোর আশঙ্কা, যুদ্ধ ও অবরোধ চলতে থাকলে গাজায় দুর্ভিক্ষ অনিবার্য।
