আজকাল ওয়েবডেস্ক: টানা প্রায় তিন মাসের অবরোধের পর ইজরায়েল ঘোষণা করেছে, গাজায় সীমিত পরিমাণ মানবিক সহায়তা প্রবেশ করতে দেবে। তবে কখন এবং কীভাবে এই সহায়তা পৌঁছাবে, তা স্পষ্ট নয়।

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, “অনাহারজনিত সংকট” সামরিক অভিযানের জন্য হুমকি হতে পারে। ফলে কেবল “মৌলিক” খাবার সরবরাহ অনুমোদন দেওয়া হয়েছে।

এর মধ্যেই ইজরায়েল গাজার উত্তরে ও দক্ষিণে বড় ধরনের স্থল অভিযান শুরু করেছে। বিমান হামলায় ১০৩ জন নিহত হয়েছে বলে হাসপাতাল ও চিকিৎসকরা জানিয়েছেন। নিহতদের মধ্যে বহু শিশু ও মহিলা রয়েছে। ইন্দোনেশিয়ান হাসপাতালেও হামলার ফলে সেটি কার্যত বন্ধ হয়ে গেছে।

হামাস একটি পূর্ণ যুদ্ধবিরতি ও ইজরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার দাবি করলেও, ইজরায়েল সাময়িক যুদ্ধবিরতির বিনিময়ে বন্দিদের মুক্তি চায়।

গাজা স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী, অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ৫৩,০০০-র বেশি প্যালেস্তিনীয় নিহত হয়েছে, যাদের অনেকেই শিশু ও মহিলা।

এক গাজার বাসিন্দা আবু মহম্মদ ইয়াসিন বলেন, “ইহুদিরা যুদ্ধবিরতি চায়, তখন হামাস রাজি নয়। হামাস রাজি হলে ইহুদিরা চায় না। আমাদের আর্তনাদ কেউ শুনছে না।”