আজকাল ওয়েবডেস্ক: গাজা উপত্যকায় ইজরায়েলি বিমান হামলায় অন্তত ৩২ প্যালেস্তিনীয় নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স বিভাগ।

শুক্রবার (২ মে) চ্যারিটেবল হসপিসে চালানো এক হামলায় ৬ জন নিহত হন। গাজা সিটির কেন্দ্রস্থলের আবদেল-আল জাংশন এলাকায় এই ঘটনা ঘটে। শেখ রাদওয়ান এলাকায় একটি বাড়িতে গোলাবর্ষণে নিহত হন আরও ২ জন।

উত্তর গাজার বেইত লাহিয়া শহরে আল-মাসরি পরিবারের একটি ঘরে চালানো হামলায় ৬ জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় গাজার আল-বুরেইজ শরণার্থী শিবিরে আবু জেইনা পরিবারের বাড়িতে হামলায় ৯ জন নিহত হন।

দক্ষিণ গাজার খান ইউনিস এবং রাফাহ এলাকায় আরও বেশ কয়েকটি হামলায় মোট ৯ জনের মৃত্যু হয়েছে। ইজরায়েল এখনো এসব হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

গত ১৮ মার্চ ইজরায়েল আবারও গাজায় সামরিক অভিযান শুরু করে। স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নতুন এই হামলা পর্যায়ে এখন পর্যন্ত ২,৩২৬ জন প্যালেস্তিনীয় নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৬,০৫০ জনের বেশি।