আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় সময় সোমবার দুপুর। ইজরায়েলে পৌঁছন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ইজরায়েলি পণবন্দিদের মুক্তি দিয়েছে হামাস। সব মিলিয়ে উচ্ছ্বাস, আনন্দ। আর ওই পরিস্থিতিতে ট্রাম্পের প্রবল প্রশংসা ইজরায়েলের প্রেসিডেন্টের মুখে। নেতানিয়াহু ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত এবং কুর্নিশ জানিয়েছেন। একই সঙ্গে বলেছেন, এই বিশ্বের ট্রাম্পের মতো আরও বহু মানুষের প্রয়োজন। তাঁর হাতে সোনার পায়রা তুলে দেওয়া হয়। জানা গিয়েছে ট্রাম্পের নাম ২০২৬-এর নোবেল প্রাপক হিসেবে এখন থেকে সুপারিশ করেছে ইজরায়েল।

এর আগেও পাকিস্তান-সহ একাধিক দেশ ট্রাম্পকে নোবেল-পাওয়ার যোগ্য বলে অভিহিত করে, তাঁর নাম সুপারিশ করেছিল। আশা ছিল ট্রাম্পের, এবারে শান্তির জন্য নোবেল পাবেন তিনিই। নাম ঘোষণার আগেই, হোয়াইট হাউস উদযাপনও শুরু করে দিয়েছিল। যদিও শেষমেশ হতাশা। তবে ২৫-এ হয়নি যা, ২৬-এ যেন হয়। এ যেন তারই প্রকাশ। ২০২৫ সালের নোবেল পুরস্কার ঘোষণার মাঝেই ২৬-এর জন্য সুপারিশ। 

 

আরও পড়ুন: মহাকাশ থেকে কেমন দেখতে লাগে মাউন্ট এভারেস্টকে, বোঝা যায় তুষার-ঢাকা চূড়া? ছবি তুললেন নাসা'র মহাকাশচারী ...

সোমবার ইজরায়েলের পার্লামেন্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে "শান্তির রাষ্ট্রপতি" হিসেবে বর্ণনা করা হয়েছে এবং আগামী বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য তাঁর মনোনয়নের জন্য বিশ্বব্যাপী প্রচার চালানোর পরিকল্পনা ঘোষণা করেছে। সোমবার বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন যে, ট্রাম্পকে তাঁর রাষ্ট্রপতিত্বকালে মধ্যপ্রাচ্য শান্তি উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকার স্বীকৃতিস্বরূপ ইজরায়েলের সর্বোচ্চ পুরস্কার দেওয়া হবে। তিনি বলেন, 'আমাদের জন্য আপনি যা করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। আমি দেশের সর্বোচ্চ সম্মান, ইজরায়েলি পুরষ্কারের প্রথম অ-ইসরায়েলি প্রাপক হিসেবে আপনার মনোনয়ন জমা দিয়েছি।'

যুদ্ধ থামানো প্রসঙ্গে ট্রাম্প নিজে কী দাবি করছেন?


ট্রাম্পের দাবি, 'আটটি যুদ্ধ সমাধান করেছি'। মার্কিন প্রেসিডেন্ট সংঘাতের মধ্যস্থতায় নিজের রেকর্ড সম্পর্কে গর্ব করে বলেছেন, তাঁর প্রশাসন একাধিক বিশ্বব্যাপী বিরোধের সমাধান করেছে। ট্রাম্প বলেছেন, "এটি হবে আমার অষ্টম যুদ্ধ যা আমি সমাধান করেছি এবং আমি শুনেছি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে এখন একটি যুদ্ধ চলছে। আমি বলেছিলাম, ফিরে না আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আমি আরেকটি যুদ্ধ থামাব। কারণ আমি যুদ্ধ সমাধানে পারদর্শী।" পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ার সময় তাঁর মন্তব্য এই প্রথম।

উল্লেখ্য, আফগানিস্তান-পাকিস্তানে সংঘাত ক্রমশ বাড়ছে। গত কয়েকদিন রাতভর তীব্র সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। আফগান সরকারের তরফে তালিবানরা বলেছেন যে, শনিবার রাতে প্রতিশোধমূলক অভিযানে ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। অন্যদিকে অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুসারে পাকিস্তানের সেনাবাহিনী ২৩ জন হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।

ট্রাম্প পূর্ববর্তী সংঘাতগুলিকেও তুলে ধরেছেন যা তাঁর হস্তক্ষেপে সমাধানে অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন। মার্কিন প্রেসিডেন্টের কথায়, "ভারত ও পাকিস্তানের কথা ভাবুন, বছরের পর বছর ধরে চলমান কিছু যুদ্ধের কথা ভাবুন। এক একটা যুদ্ধে প্রায় ৩১, ৩২, ৩৭ বছরের বেশি চলছে। প্রতিটি দেশেই লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছেন। তবে আমি বেশিরভাগ ক্ষেত্রেই একদিনের মধ্যে প্রতিটি যুদ্ধ শেষ করেছি। এটা বেশ ভাল।"