আজকাল ওয়েবডেস্ক: মাউন্ট এভারেস্ট। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ। উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,৮৪৮.৮৬ মিটার। নেপালের সোলুখুম্বু জেলায় অবস্থিত, এভারেস্ট মহাকাশ থেকে দেখতে কেমন লাগে? বোঝা যায় বরফে বরফে মোড়া পর্বতশৃঙ্গকে? যে পর্বতশৃঙ্গে একদিন আরোহণের স্বপ্ন দেখেন বহু মানুষ, বহু মানুষ স্বপ্ন দেখেন একবার হিমালয়ের পাদদেশে দাঁড়াতে চান, মহাকাশ থেকে কেমন লাগে তার সৌন্দর্য? ভয়াবহতা বোঝা যায়? নাকি কেবল শান্ত-স্নিগ্ধ?
প্রশ্ন বহুদিনের। অনন্ত জিজ্ঞাসা আর কৌতূহল। তারই নিরসন। নিরসন ঘটালেন নাসা'র মহাকাশচারী, তোলা ছবিতে। সম্প্রতি, এভারেস্টের এক অসাধারণ দৃশ্য সকলের সামনে এসেছে। নাসার মহাকাশচারী ডন পেটিট আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে তোলা একটি ছবি শেয়ার করেছেন, যাতে মহাকাশ থেকে মাউন্ট এভারেস্ট এবং নেপালের বেশিরভাগ রুক্ষ ভূখণ্ড দেখা যাচ্ছে।
আরও পড়ুন: উৎসবের মরসুমে একাধিক দিন বন্ধ থাকবে দালাল স্ট্রিট! কবে কবে? কারণ কী? এখনই জেনে নিন...
ওই ছবিটি পোস্ট করে ডন লিখেছেন, 'এই ছবিতে মাউন্ট এভারেস্ট দেখা যাচ্ছে, নেপালের বেশিরভাগ অংশও দেখা যাচ্ছে।'
অভিজ্ঞ মহাকাশচারী এবং দক্ষ আলোকচিত্রী পেটিট ছ'মাসের বৈজ্ঞানিক অভিযানের জন্য আইএসএস-এ গিয়েছিলেন। ২২০ দিন ছিলেন সেখানে। সেখানে থাকাকালীন তিনি ওই ছবিটি তুলেছিলেন বলে জানা গিয়েছে। তবে তাঁর ওই ছবিটিতে কেবল এভারেস্টই নয়, আশেপাশের হিমালয়ান শৃঙ্গগুলিও দেখা গিয়েছে। তবে আলাদা করে পর্বতমালার অংশটি বোঝা গেলেও, মহাকাশ থেকে ওই ছবি তোলার কারণে, উচ্চতার বিষয়টি স্পষ্ট করে বোঝা যায়নি।
তিনি এক্স হ্যান্ডেলে ওই ছবি পোস্ট করেছেন। তারপর থেকেই ব্যাপক উত্তেজনা নেটপাড়ায়। নেটিজেনরা তুমুল উৎসাহের সঙ্গে ওই ছবি দেখছেন। অনলাইনে শেয়ার হওয়ার পর থেকে, ছবিটি তিন লক্ষেরও বেশি ভিউ পেয়েছে এবং সোশ্যাল মিডিয়া জুড়ে মানুষের কাছ থেকে বিভিন্ন প্রতিক্রিয়া এসেছে। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, 'হিমালয় পর্বতমালা, মাউন্ট এভারেস্টের দৃশ্য খুবই আশ্চর্যজনক।' কারও কারও চোখে এই ছবি সুন্দর, কেউ কেউ বলছেন আশ্চর্য রকমের সুন্দর। কেউ কেউ বলছেন, ছবি সব নয়, আসল দৃষ্টিভঙ্গী। কেন? কারণ তাঁর মতে ওই ছবি দেখে তাঁর মনে হয়েছে সমুদ্র পাড়ের ছবি দেখছেন তিনি। লিখেছেন, 'দেখে মনে হচ্ছে সমুদ্র তীরে ভেঙে পড়ছে। দৃষ্টিভঙ্গিই সবকিছু।'
Orbiting the Himalayas mountain range. Mount Everest is in this photo, with much of Nepal visible as well. pic.twitter.com/oXqyf9ah8m
— Don Pettit (@astro_Pettit)Tweet by @astro_Pettit
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে নানা কারণে চর্চায় এভারেস্ট। তারমধ্যে অন্যতম, বিহার থেকে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের দেখা মেলা। বিহারের মধুবনী জেলার জয়নগরের বাসিন্দারা জানিয়েছেন যে বৃষ্টিপাতের পর আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার পর তাঁরা এভারেস্টের চূড়া দেখতে পেয়েছেন। লোকেরা ছবি এবং ভিডিও শেয়ার করেন ব্যাপকহারে। যেখানে দেখা যাচ্ছে যে এভারেস্টটি লোৎসে, মাকালু, শার্তসে I, চামলাং, থামসেরকু এবং মেরা শৃঙ্গ-সহ মহালাঙ্গুর হিমালয়ের উপ-শ্রেণির চূড়া দিয়ে ঘেরা।
ছবিটি শেয়ার করে X-এ একজন ব্যবহারকারী লিখেছেন, ' বিহার থেকে এভারেস্ট, লোৎসে এবং আশেপাশের শৃঙ্গ দেখা যাচ্ছে। এই সত্যিকারের ইউরেকা মুহূর্তটি আমি কীভাবে মিস করতে পারি! এখান থেকে আমি প্রথম স্পষ্ট দৃশ্য দেখেছি।' ঊনবিংশ শতাব্দীতে গ্রেট ট্রাইগোনোমেট্রিক সার্ভে অফ ইন্ডিয়া নিয়মিতভাবে এটিই প্রত্যক্ষ করত বলেও জানিয়েছেন তিনি।
