আজকাল ওয়েবডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের একটি বন্দরে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। সরকারি সংবাদ সংস্থা আইআরআইবি জানিয়েছে, শনিবারের এই বিস্ফোরণ ও আগুনে ১,০০০ জনের বেশি আহত হয়েছেন, যার মধ্যে ১৯৭ জন হাসপাতালে ভর্তি আছেন।
বিস্ফোরণের কারণ এখনও নির্ধারিত হয়নি। ইরানের সরকার সোমবার, ২৮ এপ্রিলকে জাতীয় শোক দিবস ঘোষণা করেছে। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান রবিবার ঘটনাস্থল পরিদর্শন ও আহতদের দেখতে হাসপাতালে যান।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান হোসেইন সাজেদিনিয়া জানান, পাঁচটি প্রদেশ থেকে পাঠানো দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কিছু কনটেইনারে দাহ্য পদার্থ ও রাসায়নিক দ্রব্য ছিল বলে জানা গেছে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, প্রথমে ছোট একটি আগুনের সূত্রপাত হয়, যা ৯০ সেকেন্ডের মধ্যে ভয়াবহ বিস্ফোরণে রূপ নেয়। তবে বন্দরের জেটি ও কার্গো পরিচালনা স্বাভাবিক রয়েছে বলে সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে।
