আজকাল ওয়েবডেস্ক: ইজরায়েল টানা হামলা চালিয়েছে ইরানের উপর। আমেরিকা সোজা ইরানের পরমাণু কেন্দ্রেই হামলা চালিয়েছে। উদ্বেগ তৈরি হয়েছে তেজস্ক্রিয় বিকিরণ নিয়েও।
তবে স্যাটেলাইট ছবি যা দেখিয়েছে, তা থেকে মনে করা হচ্ছে, আমেরিকার হামলার আগেই ইরান ফোরদো পরমাণু কেন্দ্র থেকে বিপুল পরিমাণে ইউরেনিয়াম স্থানান্তরিত করেছে।
অর্থাৎ ইজরায়েল-আমেরিকা হামলা চালিয়ে যদি মনে করে থাকে, ইরানকে পরমাণু বোমা তৈরি থেকে বিরত রাখতে পারবে, তাহলে ভুল, তেমনই বার্তা ইরানের। এএফপি খামেনেই ঘনিষ্ঠ এক নেতার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, খেলা এখনও শেষ হয়নি। ইরানে এখনও সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ রয়েছে, তা থেকে অনায়াসে তৈরি হতে পারে পরমাণু বোমা। তথ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালানোর পরেও, খামেনেইয়ের দেশের কাছে মজুত অন্তত ৪০০ কেজি ইউরেনিয়াম, যা থেকে অন্তত দশটি পরমাণু বোমা বানানো যেতে পারে।
যদিও, ফক্স নিউজের সঙ্গে কথা বলার সময় ভ্যান্স জানিয়েছেন, তিনি মনে করেন হামলায় ইউরেনিয়ামের বিপুল ক্ষতি হয়নি। হামলার পরেও এখনও হাজার হাজার ফুট ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। তাঁর দাবি ইরান থেকে নাকি খোঁজ নেই বিপুল পরিমানের ইউরেনিয়ামের। কোথায় তা, যে কোনও মুহূর্তে ওই মজুত বস্তু থেকেই ভয়াবহ কিছু ঘটতে পারে কি না আতঙ্ক তা নিয়েই।
