আজকাল ওয়েবডেস্ক: কয়েকঘণ্টাও হয়নি। মার্কিন প্রেসিডেন্টের মধ্যসস্থতা। ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি। ভারত-পাকিস্তানের মতোই ইরান-ইজরায়েল যুদ্ধের মাঝে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছেন বলে ক্রেডিট নিচ্ছেন ট্রাম্প। সেই যুদ্ধবিরতিতে রাজিও হয়েছিল দুই দেশ। কিন্তু তারপর?

?ref_src=twsrc%5Etfw">June 24, 2025


 
ঘণ্টাখানেকের মধ্যেই বদল পরিস্থিতির। মঙ্গলবার ভারতীয় সময় একটা পাঁচ নাগাদ ইজরায়েল ডিফেন্স ফোর্স জানায় ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। নর্দান ইজরায়েলে সাধারণ মানুষকে সতর্ক করার জন্য বাজানো হচ্ছে সাইরেন।

?ref_src=twsrc%5Etfw">June 24, 2025

ঠিক তার কিছুক্ষণ পরে পুনরায় আইডিএফ জানায়, জেনারেল স্টাফ প্রধান, লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির পরিস্থিতি মূল্যায়নে জানিয়েছেন, ইরানি শাসকগোষ্ঠী কর্তৃক যুদ্ধবিরতি লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে, ইজরায়েল শক্তি প্রয়োগের মাধ্যমে জবাব দেব। অর্থাৎ প্রবল প্রত্যাঘাত করবে নেতানিয়াহু সরকার।

১২দিনের যুদ্ধ, হানাহানির পর আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মতি দেয় ইজরায়েল এবং ইরান। মঙ্গলবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইলের হুমকির বিরুদ্ধে আমরা আমাদের অভিযান সফলভাবে শেষ করেছি’। মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে নেতানিয়াহু আরও বলেন, ‘আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সক্রিয় সহযোগিতা এবং প্রতিরক্ষায় অংশগ্রহণের জন্য আমি কৃতজ্ঞ। তাঁর প্রস্তাবিত যুদ্ধবিরতিতে আমরা সম্মতি জানাচ্ছি’।

এদিন প্রথমে ইজরায়েলের সম্মতির কথা ঘোষণার পরেই ট্রাম্প একটি বার্তায় জানান, ‘উভয় পক্ষ তাদের শেষ মিশন শেষ করার পর যুদ্ধবিরতি কার্যকর হবে’। ট্রাম্পের এই ঘোষণার পরপরই ইরানের বিদেশমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি জানান, তাঁদের পক্ষ থেকে এখনও কোনও যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়নি। তার কিছুক্ষণ পরেই ইরানের অবস্থানে বদল আসে। খামেনেইয়ের দেশের রাষ্ট্রীয় টিভি যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে জানায়, বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ট্রাম্পও পরে আরও একটি পোস্ট করে বলেন, ‘ইরান এবং ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি বর্তমানে কার্যকর রয়েছে।

 

মঙ্গলবার সকালেও ইরান হামলা চালিয়েছে ইজরায়েলে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঘণ্টাখানেক পরে ইজরায়েল ডিফেন্স ফোর্স জানিয়েছে, ফের হামলা চালাচ্ছে ইরান। ইজরায়েল জানিয়ে দিল যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানের এই হামলার সমুচিত জবাব দেবে তারা।