আজকাল ওয়েবডেস্ক: ভারত ও আমেরিকা আগামী কয়েক মাসের মধ্যে পৃথিবী পর্যবেক্ষণের জন্য যৌথভাবে মাইক্রোওয়েভ রিমোট সেন্সিং স্যাটেলাইট কক্ষপথে পাঠাবে। এই নতুন উপগ্রহটির নাম হবে ‘নাসা-ইসরো সিনথেটিক এ্যাপারচার রাডার’ বা নিসার।
নয়া দিল্লিতে নাসা আয়োজিত প্রতিনিধি পর্যায়ের এক উচ্চস্তরীয় বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং একথা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে মহাকাশ ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য অবদান রাখছে। চার বছরের স্বল্প সময়ের মধ্যে মহাকাশ সংক্রান্ত স্টার্টআপের সংখ্যা ১৫০ ছাড়িয়ে গেছে। নিসারের থেকে প্রাপ্ত তথ্য জমির ইকো সিস্টেম, কঠিন ভূ-প্রকৃতির অবক্ষয় ,পর্বত, মেরু প্রদেশ এবং উপকূলীয় সমুদ্র সম্পর্কে বহু তথ্য পাওয়া সম্ভব হবে বলে মহাকাশ দপ্তর সূত্রে জানানো হয়েছে।
নাসার মহাকাশযানে ভারতের প্রথম নভশ্চরকে পাঠানো সংক্রান্ত কর্মসূচি আরও দ্রুততার সঙ্গে কার্যকর করতে নাসার প্রশাসক বিল নেলসন, ডক্টর জিতেন্দ্র সিংকে অনুরোধ করেছেন। আগামী বছরের গোড়ায় প্রধানমন্ত্রীর মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় ভারত আমেরিকার দু" সপ্তাহব্যাপী যৌথ মহাকাশ উড়ান কর্মসূচির বিষয়ে দুই দেশ সহমত হয়েছে।
নয়া দিল্লিতে নাসা আয়োজিত প্রতিনিধি পর্যায়ের এক উচ্চস্তরীয় বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং একথা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে মহাকাশ ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য অবদান রাখছে। চার বছরের স্বল্প সময়ের মধ্যে মহাকাশ সংক্রান্ত স্টার্টআপের সংখ্যা ১৫০ ছাড়িয়ে গেছে। নিসারের থেকে প্রাপ্ত তথ্য জমির ইকো সিস্টেম, কঠিন ভূ-প্রকৃতির অবক্ষয় ,পর্বত, মেরু প্রদেশ এবং উপকূলীয় সমুদ্র সম্পর্কে বহু তথ্য পাওয়া সম্ভব হবে বলে মহাকাশ দপ্তর সূত্রে জানানো হয়েছে।
নাসার মহাকাশযানে ভারতের প্রথম নভশ্চরকে পাঠানো সংক্রান্ত কর্মসূচি আরও দ্রুততার সঙ্গে কার্যকর করতে নাসার প্রশাসক বিল নেলসন, ডক্টর জিতেন্দ্র সিংকে অনুরোধ করেছেন। আগামী বছরের গোড়ায় প্রধানমন্ত্রীর মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় ভারত আমেরিকার দু" সপ্তাহব্যাপী যৌথ মহাকাশ উড়ান কর্মসূচির বিষয়ে দুই দেশ সহমত হয়েছে।
