আজকাল ওয়েবডেস্ক: প্যালেস্তাইনের খান ইউনিসে ইউরোপিয়ান হাসপাতালের নিচে হামাসের গোপন কমান্ড সেন্টারে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইজরায়েলি সেনাবাহিনী। মে ১৩ তারিখে মাত্র ৩০ সেকেন্ডে ফেলা হয় ৫০টিরও বেশি বোমা। ইজরায়েল দাবি করেছে, এতে নিহত হয়েছে হামাসের শীর্ষ নেতা মুহাম্মদ সিনওয়ার ও মহম্মদ শাবানা।

ইজরায়েলি সেনাবাহিনীর প্রকাশিত ভিডিও ও ৩ডি ম্যাপে দেখা যায়, হাসপাতালের নিচে ছিল এক বিস্তৃত সুড়ঙ্গ নেটওয়ার্ক, যা হামাসের যুদ্ধঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো। সেনাবাহিনী জানায়, হাসপাতালের কার্যক্রমে ক্ষতি না করেই এই অপারেশন চালানো হয়েছে। তবে হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রকের দাবি, হামলায় ১৬ জন নিহত ও ৭০ জনের বেশি আহত হয়েছে।

মুহাম্মদ সিনওয়ার ছিলেন গাজার শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারের ভাই এবং হামাসের সামরিক পরিকল্পনার অন্যতম মাথা। ইজরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সংসদে তাঁর মৃত্যুর ঘোষণা করেছেন, যদিও হামাস এখনো তা স্বীকার করেনি। এই অপারেশনকে ইজরায়েল বলছে ‘নির্ভুল বার্তা’— হামাসের ঘাঁটি যেখানেই হোক, পৌঁছাতে তারা সক্ষম।