আজকাল ওয়েবডেস্ক: দেশের নয়া প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগেই, একপ্রকার স্পষ্ট হয়ে গিয়েছিল বাইডেন প্রশাসনের মতো আর শিথিল থাকবে না এইচ-১বি ভিসা। বিদেশীরা অর্থাৎ যাঁরা অনাবাসী তাঁরা আমেরিকায় এই ভিসার দৌলতেই কাজের সুযোগ পান। ট্রাম্প আগেই জানিয়েছিলেন এই ভিসার নিয়মে কড়াকড়ি আনবেন তিনি। ক্ষমতায় ফিরতেই আরও একবার স্পষ্ট হয়ে যায় তা।

তবে গত কয়েকদিনে এই নিয়মাবলী নিয়ে বেশ তর্ক-বিতর্ক চলছে। যেমন ইলন মাস্ক নিজে এই কড়াকড়ির পক্ষে নন। তিনি এই ভিসার মাধ্যমে সে দেশে দক্ষ কর্মীদের নিয়ে যাওয়ার পক্ষে। আবার অনেকের মতে, এইচ-১বি ভিসায় কড়াকড়ি না আনলে দিনে দিনে চাকরির বেশিরভাগটাই চলে যাবে অনাবাসীদের মধ্যে। আমেরিকানরাই আর নিজেদের দেশে চাকরি পাবেন না। ট্রাম্প বললেন, তিনি দু'পক্ষের তর্ক বিতর্ক, যুলতি মন দিয়ে শুনেছেন। তারপরেই জানালেন তাঁর বক্তব্য। 

ট্রাম্প নিজে কী বলছেন? প্রেসিডেন্ট পদে ফেরার পর ট্রাম্প বলছেন, এইচ-১বি ভিসা সম্পর্কে তিনি খুব ভালভাবে জানেন। তিনি চান, এই ভিসার মাধ্যমে দক্ষ ব্যক্তিরা সে দেশে যান। হোয়াইট হাউস থেকে ট্রাম্প জানান, শুধু ইঞ্জিনিয়ার নয়, রেস্তরাঁ কর্মী থেকে সুরা বিশেষজ্ঞ, অর্থাৎ সর্বস্তরে তিনি চান দক্ষ ব্যক্তিদের। তারজন্য এইচ-১বি ভিসার মাধ্যমে দক্ষ ব্যক্তিরা সে দেশে গেলে তাঁর আপত্তি নেই। মূল কথা, তিনি কর্মক্ষেত্রে দক্ষতাকে প্রাধান্য দিতে চাইছেন, অগ্রাধিকার দিতে চাইছেন দক্ষ ব্যক্তিদের। উল্লেখ্য, বর্তমানে ট্রাম্পের দেশে এইচ-১বি ভিসার যাঁরা ব্যবহার করছেন, তাঁদের মধ্যে ৭২ শতাংশই ভারতীয়।