আজকাল ওয়েবডেস্ক : কানাডা হল এমন একটি জায়গা যেখানে বহু ভারতীয় বাস করেন। তাই এখানে গেলেই হয়তো মনে হবে যেন এক টুকরো ভারতবর্ষের মধ্যেই রয়েছি। তবে জানেন কী এখানে কত ভারতের ভাষা রয়েছে।
কানাডাতে ৭৫ হাজারের বেশি মানুষ পাঞ্জাবি ভাষায় কথা বলেন। হিন্দি ভাষায় কথা বলেন ৩৫ হাজার বেশি মানুষ। এরপর গুজরাটি ভাষায় কথা বলেন ২২ হাজার বেশি ভারতীয়। এখানে শেষ নয় malyalam এবং বাংলা ভাষায় কথা বলেন ১৫ হাজার এবং ১৩ হাজারের বেশি মানুষ।
কয়েক দশক ধরে ভারত ও কানাডার মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে ৷ দুটি গণতন্ত্রের মধ্যে অন্যতম স্বাস্থ্যকর সম্পর্কের দৃষ্টান্ত রেখেছে ভারত-কানাডা । উভয় দেশই 56টি দেশের কমনওয়েলথ গোষ্ঠীর সিনিয়র সদস্য ৷ কমনওয়েলথ দেশগুলি তাদের সার্বভৌমত্ব এবং সরকার বজায় রেখে গণতন্ত্র, মানবাধিকার এবং অর্থনৈতিক উন্নয়নের মতো বিভিন্ন বিষয়ে সহযোগিতা করে।
অক্টোবর মাসে কানাডা এবং ভারতের মধ্যে সেই সহযোগিতার সম্পর্ক নিম্নমুখী হতে শুরু করে ৷ তার কারণ হল কানাডার আনা অভিযোগ ৷ কানাডা দাবি করে, সে দেশে বসবাসকারী শিখদের হুমকি দেওয়ার জন্য ও খতম করার জন্য গুপ্তচরদের একটি নেটওয়ার্ক ব্যবহার করছে ভারত ।
এই অভিযোগের পর কানাডা ঘোষণা করে যে, সে দেশে ভারতের রাষ্ট্রদূত হাইকমিশনার সঞ্জয় কুমার ভার্মা-সহ ছয় ভারতীয় কূটনীতিককে তারা বহিষ্কার করছে । কূটনৈতিক এধরনের দ্বন্দ্বের ক্ষেত্রে যেটা প্রায়শই হয়, সেইমতোই ভারত অবিলম্বে নয়াদিল্লিতে কানাডিয়ান দূতাবাস থেকে ছয়জন সিনিয়র কূটনৈতিককে বহিষ্কার করে । তবে এত সবের মধ্যেই কানাডায় প্রতিদিন বাড়ছে ভারতের ভাষার বৈচিত্র। আর এখানেই এগিয়ে ভারত।
