আজকাল ওয়েবডেস্ক: সাদা রঙের কী যেন একটা ভেসে যাচ্ছে জলাশয়ে। এক নজরে মনে হবে ‘ঝাড়ন’ কিন্তু ভাল করে লক্ষ্য করলে বোঝা যাবে আসলে এটি একটি প্রাণী। সেই প্রাণীটি দর্শকদের মনে কৌতূহল তৈরি করেছে। এ নিয়ে সমাজমাধ্যমে শুরু হয়ে গিয়েছে জোর চর্চা। আসলে রহস্য ভেদ করতে মরিয়া নেটিজেনরা। পাশাপাশি ভিডিওর দৃশ্য মুগ্ধ করেছে সকলকে।
আসলে ঘটনা হল, হাঙ্গেরির একটি বিশেষ প্রজাতির কুকুর ভেসে বেড়াচ্ছিল জলাশয়ে। কুকুরটির সারা শরীর সাদা পশমে ভর্তি। ফলে সাঁতার কাটার সময় কুকরের পশমগুলি নীল জলে ভেসে উঠছিল। এই দৃশ্য নেটিজেনদের নজর কেড়েছে। গরম থেকে রেহাই পেতেই প্রাণীটি নেমে পড়েছিল জলে। যদিও প্রথম দেখাতেই কেউ বুঝতে পারছিলেন না সেটি আসলে কী? কমেন্টে মানুষেরা নানা রকমের মন্তব্য করেছেন প্রাণীটি সম্পর্কে। অনেকেই আবার কুকুরটিকে পাখির সঙ্গে গুলিয়ে ফেলেছেন।
দৃশ্যটির সৌন্দর্য ভিডিওটিকে ভাইরাল করে তুলতে সাহায্য করেছে। যার জেরে ঝড়ের গতিতে বেড়েছে ভিউ এবং লাইকের সংখ্যা। এক ব্যক্তি লিখেছেন, ‘অসাধারণ কুকুর।’ আরও এক ব্যক্তি কমেন্টে করুণ ভাবে কুকুরটির নাম এবং প্রজাতির বিষয়ে জানতে চেয়েছেন।
