আজকাল ওয়েবডেস্ক: গাজা সিটিকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে ইজরায়েলের সেনা। যে কোনও মুহূর্তে গাজায় চূড়ান্ত অভিযান চালাবে তারা। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক্সে লিখেছেন, ‘চূড়ান্ত যুদ্ধের দোড়গোড়ায় রয়েছি। ইতিমধ্যেই একাধিক সাফল্য পেয়েছি।’ সাধারণ প্যালেস্তাইনিদের গাজার উত্তর দিক থেকে দক্ষিণ দিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, ‘সাধারণ নাগরিকদের অনুরোধ দক্ষিণ দিকে সরে যান। হামাসকে দমনের অভিযান জারি থাকবে।’ প্রসঙ্গত, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামাস–ইজরায়েল যুদ্ধে এখনও পর্যন্ত প্রায় ১০ হাজার প্যালেস্তাইনি মারা গেছেন।
