আজকাল ওয়েবডেস্ক: বিবাহ বহির্ভূত সম্পর্ক, যৌনতা। সেই অভিযোগে যুগলকে রাস্তায় মারধোর। গুনে গুনে শত লাঠিপেটা নীতিপুলিশদের। বলছেন, এটাই নাকি শিক্ষা দেওয়ার রীতি।
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশ। এমনিতেই ওই এলাকা রক্ষণশীল বলেই পরিচিত। সেখানে বিয়ের আগে সঙ্গম, বিবাহ বহির্ভূত সম্পর্ক, সমকামীতা সবই অপরাধযোগ্য। তবে উচিত শিক্ষা দিতে, যে ভয়াবহ কাণ্ড ঘটিয়েছেন সেখানকার মানুষ, তাতে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে।
ওই যুগলকে বুধবার বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কের জন্য দোষী সাব্যস্ত করেছে কঠোর ইসলামী আইনের অধীনে পরিচালিত একটি আদালত। এমনিতেই আচেহ প্রদেশে অবিবাহিত দম্পতির মধ্যে যৌন সম্পর্ক নিষিদ্ধ। ইন্দোনেশিয়া ২০২২ সালে তাদের সর্বশেষ ফৌজদারি আইনে বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ করেছিল।
জানা যায়, প্রাদেশিক রাজধানী বান্দা আচেহের একটি পার্কে একটি জনতা এক যুগলকে পাকড়াও করে। অভিযোগ, বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত ছিল তারা। দেখা মাত্রই বিচার করে সাজা ঘোষণা। দু’ জনকে দশ জোড়া করে বেতের ঘা দেওয়া হয়েছিল। স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, সন্দেহভাজন মহিলাকে একজন মহিলা বেত্রাঘাত করেন।
বান্দা আচেহের মেয়র ইলিজা সা'আদুদ্দিন জামাল ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, ব্যভিচার, মদ্যপান এবং অনলাইন জুয়ার অপরাধীদের জন্য বেত্রাঘাতের শাস্তি কার্যকর করা হয়েছে। ওই যুগলকে মারধোরের ঘটনাকে বৃহত্তর সম্প্রদায়ের জন্য একটি নৈতিক শিক্ষা হয়ে উঠবে বলে মনে করছেন তিনি।
